আমাদের কথা খুঁজে নিন

   

অলৌকিক কোরআন-১

দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন

আল কোরআন আল কারীম সর্বজ্ঞানী মহান আল্লাহ প্রদত্ত ঐশিবানী। এর মধ্যে কোন সন্দেহ নেই। এ পর্যন্ত কোন লেখক তার লেখনীর শুরুতে এ কথা বলার সাহস দেখাননি যে তার লেখার মধ্যে কোন ভূল নেই। শুধু মাত্র আল কোরআন আল কারীম এ ঘোষনা দিয়েছে যে " সেই গ্রন্থটি, যার মধ্যে কোন সন্দেহ নেই" । পবিত্র কোরআন আবু লাহাবকে জাহান্নমবাসী হিসেবে ঘোষনা করেছে তার মৃতু্যর প্রায় ১০ বছর আগে।

এ ১০ বছরে সে আল কোরআন আল কারীমকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য হলেও ইসলাম গ্রহন করার ঘোষনা দিতে পারতো। কিন্তু সে পারেনি। সে কাফির হিসেবেই মৃতু্যবরণ করে জাহান্নামী হওয়ার বিষয়ে কোরআনের ঘোষনাকে প্রতিষ্ঠিত করে গেল। "ইহুদিরা মুসলমানদের সবচে' বড় শত্রু" ১৪২০ বছরের মধ্যে এ ঘোষনার ব্যতয় ঘটেনি। আল কোরআন আল কারীম এর জন্য বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জিং।

সে চ্যালেঞ্জ আল কোরআন আল কারীম গ্রহন করেছে। কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। মহান আল্লাহ বলেছেন " আপনি দেখছেন পাহাড় স্থীর হয়ে আছে, অথচ তা মেঘের মত ধাবমান"। আমরাও দেখছি পাহাড় স্থীর হয়ে আছে অথচ মহান আল্লাহ বলছেন পাহাড় মেঘের মত ধাবমান। বাস্তবিকই তাই।

কেউ ওজন স্তর পার হয়ে বায়ুমন্ডলের উপরে উঠলে বিষয়টি পরিস্কারভাবে দেখতে পাবেন। আরো একটি বিষয় হচ্ছে পাহাড়ের ধাবমান হওয়াকে মেঘের ধাবমান হওয়ার সাথে তুলনা করা হয়েছে। সেখানেও অদ্ভুত মিল রয়েছে; মেঘ নিজে ধাবমান নয়, বাতাস তাকে ধাবিত করে। তেমনিভাবে পাহাড় নিজে ধাবমান নয়, পৃথিবীর সাথে পাহাড় ধাবিত হয়। ১৪২০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওসাল্লামের পক্ষে এ তথ্য পরিবেশন কোনভাবেই সম্ভব ছিলনা।

এ তথ্য দিয়েছেন সকলের স্রষ্টা মহান আল্লাহ তা'লা। চলবে......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।