আমাদের কথা খুঁজে নিন

   

অলৌকিক এক অভিজ্ঞতা......

সত্য কথা বলি, সৎ পথে চলি......বুদ্ধি ও যুক্তি দিয়ে কাজ করার চেষ্টা করি আমার নাম সীমান্ত । আমি আজ আপনাদের সাথে আমার সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বলব । আমি তখন খুব ছোট,ক্লাস সেভেনে পড়ি । আমার মামা বাড়ি কেরানীগঞ্জ । ডিসেম্বর মাস ।

স্কুল ছুটি । তাই আমি আমার বাবা-মার সাথে মামা বাড়ি বেড়াতে যাই । সভাবতই ডিসেম্বর মাসে শীতকাল থাকে । আমার মামাতো বোন তার স্কুলের সাংস্কৃতিক ক্লাবে জড়িত । অনেকদিন থেকেই সে তার স্কুলের ১৬-ই ডিসেম্বর এর একটি অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলো ।

অবশেষে ১৬-ই ডিসেম্বর এ আমি এবং এলাকার কিছু ছেলে একসাথে অনুষ্ঠান দেখার জন্য রওনা হই । এই আনুষ্ঠানটি যেখানে হবে সেটা আমাদের বাড়ি থেকে একটু বেশী দূরে । সেখানে যাবার জন্য দুটি রাস্তা আছে । একটি রাস্তা দিয়ে যাবার সময় একটি পুরানো বাড়ি পরে আর অপরটিতে পড়ে একটি সিনেমা হল । আমরা যাবার সময় দিতীয় পথটি দিয়ে যাই ।

অনুষ্ঠান খুব ভালো হয় এবং শেষ হয় রাত ১০ টায় । আমাদের এখানে তখন রাত ৯ টার পর কোনো গাড়ি বা রিক্সা পাওয়া খুব কঠিন হয় । তাই আমরা সবাই হেটে হেটে বাসায় যাচ্ছি । আমাদের মধ্যে একটি ছেলে ছিল যে খুব সাহসী ছিল । আমরা সবাই অনেক মজা করতে করতে আসছিলাম ।

এরই মাঝে সে বলল যে সে ওই পুরানো বাড়ির দিয়ে যাবে । আমরা অনেক নিষেধ করলাম কিন্তু সে শুনলো না । সে ওই পথে চলে গেলো । আমরা তখন ২ জন ছিলাম। আমরা সিনেমা হলের সামনের রাস্তাটি দিয়ে বাসার দিকে হাটা শুরু করলাম।

যখন সিনেমা হলের সামনে আসলাম তখন হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেলো । আমরা প্রথমে একটু ভয় পেয়েছিলাম কিন্তু পরে আবার হাটা শুরু করলাম । আমরা দুইজন একসাথেই হাটছিলাম। হঠাৎ করেই আমার বন্ধুটি দাঁড়িয়ে গেলো । আমি কি হয়েছে জিজ্ঞেস করাতে সে কিছু না বলে শুধুমাত্র হাত দিয়ে ইশারা করলো যে তার ডানপাশে কিছু একটা আছে ।

আমিও পরে তাকালাম । তাকানোর পর যা দেখলাম তাতে করে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেলো । দেখি যে একটি বড় শিমুল গাছ আর সেখানে একটি ১৫-১৭ বছরের মেয়ে দাঁড়িয়ে আছে । তার গায়ে সাদা রঙের একটি কাপড় । চোখ দুটো অনেক লাল,মুখে একটি বড় কাটা দাগ ।

এই দৃশ্য দেখে আমরা ভয়ে দৌড় দেই । অনেকটা সময় দৌড়ানোর পর একটি মানুষকে দেখতে পাই যে অনুষ্ঠান দেখে বাসায় ফিরছিলো । আমরা তাকে অনুরোধ করলাম যে সে যেন আমাদের বাসায় পৌছানোতে সাহায্য করে । আমার মামাকে এলাকার সবাই চিনে । তাই আমার পরিচয় দেয়াতেই সে রাজি হলো ।

অবশেষে রাত ১১ টা ৪০ মিনিটের দিকে আমরা বাসায় আসি । পরদিন সকালে অপুকে (যে ছেলেটি পুরানো বাড়ির রাস্তা দিয়ে এসেছিলো) সব ঘটনা বলি । তার উত্তরে আমরা যা শুনলাম তাতে আমার চোখ বড় বড় হয়ে গেল । সে বলল যে সেই মেয়েটিকে সে ওই পুরনো বাড়ির দরজার সামনে দেখেছে । তাহলে আমরা তিনজনেই যে মেয়েটিকে দেখলাম সে কে ছিলো ? এর উত্তর আমি আজও পাইনি ।

http://www.bhooterblog.com থেকে সংগৃহিত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।