আমাদের কথা খুঁজে নিন

   

টেস্টে রেকর্ডের হাতছানি গ্রায়েম স্মিথের সামনে

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা পড়ুন >> ক্রিকেট থেকে লম্বা সময়ের বিশ্রাম চান সাকিব ক্যালিস ডেতে ভারতের বিপক্ষে দক্ষিন আফ্রিকার জয় (ম্যাচ রিপোর্ট) আর মাত্র ৬টি টেষ্ট জিতলেই বিশ্বরেকর্ড করবেন গ্রায়েম স্মিথ। অধিনায়ক হিসাবে পকেটে পুরবেন সর্বোচ্চ টেষ্ট জেতার রেকর্ড। এখন রেকর্ডটির মালিক সাবেক অসি অধিনায়ক রিকি পন্টিং। তিনি ৪৮টি টেষ্ট ম্যাচ নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন। নিউজিল্যান্ডের সাথে শেষ টেষ্টে দক্ষিন আফ্রিকার দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে স্মিথ আট হাজার রানের মাইলফলক অতিক্রম করেন।

এর আগে জ্যাক ক্যালিস করেছিলেন। নিউজিল্যান্ডের সাথে শেষ করা সিরিজে তিনি ৫৬.৪০ গড়ে ২৮২ রান করেন। প্রোটিয়াস কোচ গ্যারি কারষ্টেন মনে করে স্মিথের মানসিক শক্তিই তার নেতৃত্বে সফলতার কারন। তিনি বলেন, "গ্রায়েম তার মানসিক শক্তির জন্যই আকর্ষনীয়, আমি যাদের সাথে কাজ করেছি এবং খেলেছি সে তাদের মধ্যে কঠিন একজন ক্রিকেটার। শাররীক এবং মানসিক দুদিক থেকেই সে ক্ষমতাবান।

তার জন্ম হয়েছেই নেতৃত্ব দেবার জন্য। সে তার এই গুণ ক্রিকেট বিশ্বে ব্যবহার করছে। " মূল খবর এখানে ব্যাটিং গড় ৩৫ এর উপরে করতে চাইঃ নাসির হোসেন (সাক্ষাতকার) মেসি আর রোনালদোকে আদর্শ মানেন নেইমার! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.