আমাদের কথা খুঁজে নিন

   

টেস্টে উন্নতি চান জার্গেনসেন

রোববার আবার শুরু হয়েছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। ক্রিকেটার ব্যাটিং-বোলিং অনুশীলন দেখার পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জার্গেনসেন বলেন, “টেস্টে উন্নতি আমার কাছে অগ্রাধিকার পাবে। এই ক্ষেত্রে আমরা উন্নতি করতে চাই। ”
“একই সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটের দিকেও আমার মনোযোগ থাকবে। তবে আপাতত আমার কাছে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।


২০১৪ সালের মার্চে বাংলাদেশে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
চোট কাটিয়ে দেশ সেরা পেসার মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী জার্গেনসেন।
মাশরাফির চোট প্রসঙ্গে তিনি বলেন, “মাশরাফি ধীরে ধীরে উন্নতি করছে। ওর সার্বিক উন্নতিতে আমি সন্তুষ্ট। আশা করি যে সময় আছে তার মধ্যে ও নিজেকে সম্পূর্ণ তৈরি করতে পারবে।

” আগামী অক্টোবরে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। দ্বিতীয় বিপিএলের ফাইনালে চোট পাওয়ার পর থেকে ক্রিকেটের বাইরে থাকা মাশরাফি ওই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান।
কন্ডিশনিং ক্যাম্পে না থাকলেও অলরাউন্ডার সাকিব আল হাসানের কোনো সমস্যা হবে না বলে মনে করেন জার্গেনসেন। “সাকিব পেশাদার ক্রিকেটার। তা ছাড়া সে খেলার মধ্যেই রয়েছে।

দলের সঙ্গে অনুশীলন না কররেও পেশাদার ক্রিকেটার হিসেবে সে জানে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়। ”
ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে এখন ইংল্যান্ডে আছেন সাকিব। আরো এক সপ্তাহ অনুশীলন চলবে জানিয়ে জার্গেনসেন বলেন, “ফিটনেস অনুশীলন চললেও এবার ব্যাটিং-বোলিং অনুশীলনের দিকেই থাকবে আমাদের মূল মনযোগ। রোজার কারণে দুই সেশনের বদলে এক সেশনে অনুশীলন হবে। "


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.