আমাদের কথা খুঁজে নিন

   

মুশফিকের সামান্য ভুল যেন বড় না হয়ে যায় এই প্রার্থনা.....

বল বীর! চির উন্নত মম শির! পুরা ম্যাচে অসাধারন ক্যাপ্টেন্সি করেছে মুশফিক আজ। ফিল্ডিং সাজানো ছিল অসাধারন। ওয়ানডেতে প্রায় ভুলে যাওয়া সিলি পয়েন্ট পজিশনে ফিল্ডার রেখে পাকিদের উপর চাপপ্রয়েগের দুর্দান্ত কৌশলও দারুন কাজ করেছে। কিন্তু পুরা টুর্নামেন্টেই খারাপ বল করা মাথা গরম শাহাদতকে শেষ ওভার করতে দেয়াটা মারাত্মক ভুল ছিল। যেখানে সফল নাজমুল আর মাহমুদউল্লাহর ওভার ছিল। পুরা ম্যাচে মুশফিকের ক্যাপ্টেন্সির প্রশংসা করা গাভাস্কারও সমালোচনা করলেন এর। তবুও মাত্র ২৩৫ রানে ফাইনালে প্রতিপক্ষদের বেঁধে ফেলার কৃতিত্বও ওদেরই। এখন শেষ ওভারটা ভুলে ঠান্ডা মাথায় যাতে ব্যটিং করে মুশফিক বাহিনী সেই প্রার্থনা....কারন উৎসবের আয়োজনে সেরে অধীর আগ্রহে বসে আছি উৎসব শুরুর। এগিয়ে যাও বাঘেরা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.