আমাদের কথা খুঁজে নিন

   

মুশফিকের চাওয়া ধারাবাহিকতা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে প্রথম টেস্ট। আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “ভালো খেলার ধারাবাহিকতা রক্ষা করা আমাদের জন্য চ্যালেঞ্জ। আশা করি, কাল একটা ভালো শুরু করবো এবং সেটা ধরে রাখতে পারবো। ”

ঘরের মাঠে সর্বশেষ সিরিজেও বাংলাদেশ সাফল্য পেয়েছে। গত অক্টোবর-নভেম্বরে নিউ জিল্যান্ডের সঙ্গে দুই টেস্ট ড্র করার পর মুশফিকরা ওয়ানডে সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে।

আইসিসিতে বড় ধরনের রদবদলের প্রস্তাব নিয়ে আলোচনা খেলার সময় মাথায় রাখতে চান না বাংলাদেশ অধিনায়ক।

“কাল আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি খেলা। আমাদের মনোযোগ এখন সেটার দিকেই। বাইরের বিষয় নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। মাঠের খেলা নিয়েই আমরা পরিকল্পনা করছি।

বছরের প্রথম সিরিজ নিয়ে রোমাঞ্চিত মুশফিক বলেন, “অন্য দেশের বিপক্ষে আমরা খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। আমাদের কাছে তাই প্রতিটি টেস্টেই ভীষণ গুরুত্বপূর্ণ ও বিশেষ কিছু। ”

দুই দলের শক্তির পার্থক্য টানতে গিয়ে তিনি বলেন, “সবাই ধারাবাহিকভাবে ভালো করায় আমাদের ব্যাটিং তুলনামূলকভাবে শক্তিশালী। শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই ব্যাপার, ওদের বোলিংয়ের চেয়ে ব্যাটিংকেই আমি এগিয়ে রাখবো। ”

স্পিনারদের পাশাপাশি এবার পেসারদের ওপরও অনেকটা নির্ভর করছেন বাংলাদেশের অধিনায়ক।

“আমাদের স্পিনাররা একটা ছন্দে আছে। এখন পর্যন্ত নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে না পারলেও পেসারদেরও কিন্তু সামর্থ্য কম নয়। আমি তাকিয়ে আছি পেসারদের দিকে। আশা করি, এবার ওরা ভালো করবে। ”

মুশফিকের বিশ্বাস, প্রতিপক্ষকে দুবার অলআউট করার সামর্থ্য তার বোলারদের আছে।

তবে তার জন্য শুরুতে পেসারদের উইকেট নেয়ার শর্ত দিয়েছেন তিনি।

টেস্ট সিরিজের জন্য স্পোর্টিং উইকেটেই চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। এখন উইকেট যেমনই হোক, ভালো খেলতে চান তিনি।

অধিনায়ক জানান, মিরপুরের উইকেটে দ্বিতীয় ইনিংসেও ভালো খেলতে চান তারা।

“দ্বিতীয় ইনিংস খুব সহজ নয়।

মিরপুরের উইকেট ধীরে ধীরে স্পিন সহায়ক হয়, সে সময় রিভার্সও হয়। তাই আমরা সব দিক থেকেই প্রস্তুতি নিয়েছি। সেটা কাজে লাগাতে পারলে এবার আকর্ষণীয় সিরিজ হবে। ”

 


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.