আমাদের কথা খুঁজে নিন

   

মুশফিকের পরিকল্পনায় সাকিবের সায়

পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “বাছাই পর্বে (প্রথম রাউন্ড) যখন চারে ব্যাট করলাম তখন মনে হচ্ছিল ওটাতেই থাকা ভালো। দুইটা উইকেট পড়ে গেলে আমরা দু'জন যেন চেষ্টা করতে পারি। এখন এই ধারণার হয়তো পরিবর্তন হচ্ছে। আমার ভেতরে, দলে কোচ-অধিনায়কের ভেতরেও। ”
টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক সংবাদ সম্মেলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, টি-টোয়েন্টিতে প্রথম চার ব্যাটসম্যানের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।

তারাই খেলা তৈরি করে দেন।

টপ অর্ডার ভালো শুরু এনে দিতে ব্যর্থ। তারপরও টপ অর্ডারে শক্তি না বাড়িয়ে বিপদ ঠেকাতে সাকিবকে চার ও মুশফিককে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামাচ্ছিল বাংলাদেশ। ভারতের কাছে হারের পর শুক্রবার সংবাদ সম্মেলনে মুশফিক এই পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন।

“আমাদের মিডল অর্ডারও রানে নেই।

আরো দুটি ম্যাচ আছে। যেখানে সাকিব ও আমার আরো উপরে ব্যাট করার সম্ভাবনা নিয়ে আমরা ভাবছি। ”

সাকিবের কণ্ঠে অধিনায়কের কথারই প্রতিধ্বনি, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আমি তিনেই ব্যাট করছিলাম। বিশ্বকাপের আগে অধিনায়ক-কোচ এসে বললো, মিডল অর্ডার সেভাবে রান পাচ্ছে না। আমি ও মুশফিক ভাই চার-পাঁচে ব্যাট করলে মিডল অর্ডার দৃঢ় হবে।



গত দুই ম্যাচে ০ ও ১ রান করে আউট হয়েছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতেও অবদান রাখতে চান জানিয়ে সাকিব বলেন, “ব্যাটিংয়ে গত দুই ম্যাচে আমি ভালো করিনি। আমাকে কঠোর পরিশ্রম অব্যাহত রাখতে হবে, মৌলিক ব্যাপারগুলো ঠিকঠাক করতে হবে। ”

টানা দুই ম্যাচে বোল্ড হয়েছেন সাকিব। ব্যাটিং কৌশলে ত্রুটি প্রসঙ্গে তিনি বলেন, “আমি মাত্র তিন বল খেলেছি দুই ম্যাচে।

গত ম্যাচের আউটটা খুব দুর্ভাগ্যজনক ছিল। ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে গিয়েছিলাম। আর আগের দিনেরটা খুব ভালো বল ছিল। কিছু জায়গা আছে যেখানে এখনো আমার উন্নতির সুযোগ আছে। ”
 


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.