আমাদের কথা খুঁজে নিন

   

মুশফিকের কণ্ঠে হতাশা

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচেও হারার পর সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “টুর্নামেন্টটি আমাদের জন্য খুব হতাশাজনক। অথচ প্রথম রাউন্ডে প্রথম দু’টি ম্যাচে জিতে আমাদের শুরুটা ভালো হয়েছিল। ”

প্রথম রাউন্ডের শেষ ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটের হারে বাংলাদেশ ছন্দ হারিয়ে ফেলে বলে মুশফিক মনে করেন।

“এই হার ছিল আমাদের জন্য অনেক বড় একটি ধাক্কা। হংকংয়ের পর আমাদের ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলতে হয়েছে।



দলের চার/পাঁচ জন ক্রিকেটার ছন্দে না থাকায় বাংলাদেশ নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বলে মনে করেন মুশফিক।

“চার-পাঁচজন ছন্দ হারিয়ে ফেললে দল হিসেবে পারফর্ম করা আর ৪০ ওভার প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলা ভীষণ কঠিন হয়ে যায়। দুই বিভাগেই আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এতো বড় টুর্নামেন্টে শক্তিশালী দলের বিপক্ষে অন্তত চার/পাঁচ জনের ভালো খেলতে হয়। সেটা আমরা পারিনি।



অন্যরা ব্যর্থ হলেও সাকিব আল হাসান, এনামুল হক ও আল-আমিন হাসান আলো ছড়িয়েছেন। টুর্নামেন্টে এটাকেই স্বাগতিকদের প্রাপ্তি হিসেবে দেখছেন অধিনায়ক।

“এনামুলের চমৎকার একটি টুর্নামেন্ট কেটেছে। ব্যাট-বলে সাকিব ভালো করেছেন। কয়েকটি স্পেলে আল-আমিন চমৎকার বল করেছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.