আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শকাতর অনুভূতি।।

বাংলাদেশ তোমায় ভালবাসি...। অনুভূতিতে আঘাত আর আঘাত। । আপনার অনুভূতি এতো স্পর্শকাতর কেনরে বাপু?? ধরুন আপনি দুপুরে ভাত খেয়েছেন। আপনি যে খেয়েছেন এটা আপনার চেয়ে আর ভাল কেউ জানেনা।

আমি আপনার খাওয়ানুভূতিতে আঘাত দিয়ে বললাম, না আপনি খাননি। । তাহলে আপনি কি খাননি?? আপনি কি আমার কথা বিশ্বাস করবেন?? ঠিক একই ভাবে, কেউ একজন এমন কিছু বলল বা লিখল যা আপনার মতের সাথে মেলেনা। আপনার প্রখর অনুভূতি দ্বারা আপনি বুঝলেন আপনাকে আঘাত করা হয়েছে। ।

আপনি কি করবেন?? আপনার বিশ্বাস কে বদলাবেন? যদি অনুভূতি এতো স্পর্শকাতর হয়ে থাকে তাহলে তো আপনার ইমানের সমস্যা আছে। আমাদের রসূল (সাঃ) কে কাফেররা কতনা নির্যাতন করেছে। আমাদের রসূল (সাঃ) কি তার আদর্শ থেকে বিন্দু মাত্র বিচলিত হয়েছিলেন? হননি। ব্লগে যার যার নিজস্ব মতামত প্রকাশ করছে নিজের মতো করে । এখানে একজনের সাথে আরেক জনের মতের মিল না থাকাই স্বাভাবিক।

এতে যদি আপনার স্পর্শকাতর অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হন তাহলে বুঝে নিবেন আপনার অনুভূতির সমস্যা আছে। আপনার অনুভূতির চিকিৎসা করুন। যা সত্য তা চিরকাল সত্য, যা মিথ্যা তা চিরকাল মিথ্যা। আরেকজনের মতাদর্শের বিশ্বাস বা অবিশ্বাস যার যার নিজস্ব ব্যাপার। অন্য একজনের লেখা থেকে শিক্ষা নেয়া যেতে পারে।

কারো লেখা ভালো না লাগলে তার লেখা পড়া থেকে বিরত থাকতে পারেন। অথবা আপনার লেখা, যুক্তি দিয়ে তাকে পরাস্ত করতে পারেন। আপনার স্পর্শকাতর অনুভূতি আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য কাউকে খুন করতে পারেন না। বড়জোর তাকে বুঝাতে পারেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.