আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শকাতর প্রশ্নের বিশ্লেষণী উত্তর

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

'মুহাম্মদ (তার প্রতি সালাম) কেন অনেকগুলো বিয়ে করেছেন?' গতকালকে থেকে মাথায় প্রশ্ন ঘুরছে। এখানে বিভিন্ন ধরনের মানুষ আছেন, হরেক মত। যত মত তত পথ। দেখা যাক আপনাদের নিজস্ব বিশ্লেষন কি বলে। উত্তর দেওয়ার আগে কতগুলো বিষয় একটু বলে নেই।

1. এটাকে ধমর্ীয় পোস্ট হিসেবে না দেখে ঐতিহাসিক বিষয়ের পোস্ট হিসেবে দেখুন। 2. বস্তুনিষ্ঠ উত্তর দিন। নট নেসেসারিলি আপনার বিশ্বাস থেকে হতে হবে। বেষয়টির উপরে পড়াশুনা থাকলে লিখুন। না থাকলে ব্যক্তিগত মতামতও দিতে পারেন।

3. কোন সোর্স, যেমন সাইট থেকে কোট করতে হলে কেবল হাইলাইট এক কি দুই প্যারা দিয়ে লিংক দিয়ে দিন। পুরো আর্টিকেল কপি পেস্ট করবেন না, অনুরোধ। 4. সবার জন্য উন্মুক্ত। আস্তিক, নাস্তিক, নবী বিদ্্বেষী সবাই। 5. উত্তর দেওয়ার সময়ে তখনকার সামাজিক অবস্থা, পুরুষদের ভিতরে বিয়ের প্রথা, ব্যক্তি মুহাম্মদের মানসিকতা সবগুলো মিলিয়ে চিন্তা করে উত্তর আশা করছি।

যাস্ট বিকজ ইউ থিংক সো হলে একটু মুশকিল। 6. কাঁদা ছোড়া থেকে বিরত থাকুন। দেখা যাক অন্যের মতকে কতখানি শ্রদ্ধা করতে শিখেছি আমরা। 7. স্পর্শকাতর বিষয় হলেও, এটার বিশ্লেষন ও জানা প্রয়োজন। এই সুযোগে যদি একটু পড়াশুনা করতে হয় আপনাদের তো ক্ষতি কি? "I may disagree of what you say, but I will defend to the death - your right to say it." - Voltaire. কনফারেনস চলছে।

এক ফাঁকে বেরিয়ে আসলাম চট করে দেশে ফোন করবো আর ইমেইল চেক করবো বলে। দ্রুত লিখতে হলো বলে বানান ভুল ক্ষমা করবেন। বাদেন বিন ভিয়েন, ভিয়েনা, অস্ট্রিয়া।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.