আমাদের কথা খুঁজে নিন

   

-পাথরের কষ্ট-

আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম পাথর সে তো পাথরই,এর আবার কষ্ট কিসের? বস্তু তো বস্তুই,এর দুঃখ কিসের? সুস্তব্দ্ধ ধুলিকাবানু যার জন্ম দেয় সে পাথর গাইবে কে বলো,তার মৃত্যু গান কত চলে গেছে ভুলেনি তবু তারে দিয়েছে সে কারে বলো মান? যার জন্য কাঁদে তার হৃদয় হায় রে পাথর,তুই নিথর কেন কষ্ট পাস্? কেন তুই নরম হতে চাস্? মরুভূমিই তোর শ্রেষ্ঠ সম্মান অন্য পথের দিকে কেন বারবার জেতে চাস্? তুই তো বসুমতির শ্রেষ্ঠ সন্তান কেন তুই বারেবারে একা হতে চাস্? তোর চারপাশে ছোট হতেই রূক্ষতা এটাই তো পাথরের ধর্মকর্ম পাথরের জন্য বাস্তব মর্ম হ্যদয় তোর জন্য অগ্নিময় স্থান পৃথিবীর কষ্ট তোর শ্রেষ্ট দান বারিধারার শ্রী তোর জন্যই সুশোভিত তবুও তুই রইলি উপেক্ষিত এই কি তোর মান? তোর পুরষ্কারের তারিফ করতে হয় বোকা তুই,খেলনা মানুষের চিরকাল সময় এসেছে উঠে পরো জেগে সইবি কতকাল এই অপমান? ভেঙ্গে ফেলে সব দুর্দষ মানবতাকে নিয়ে আয় শ্রেষ্ঠ সত্যকে তবেই হবে তোর সম্মান ফিরে পাবি অদেয় মান পাথরের ধর্ম বুঝিয়ে দে সবাইকে পাথরের রূক্ষতা থাকলেও আছে পাথরের কষ্ট। (১৭-৭-২০০৮)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।