আমাদের কথা খুঁজে নিন

   

পাথরের কান্না।

যা কিছু করবো সত্য, যা থাকবে যুক্তিও তর্কের উর্ধে।

আমরা আসিনি ভালোবেসে সব মানুষ যেভাবে আসে আমরা যাইনি একটি বার সেই অজ্ঞতারই দেশে আমরা কাটিনি একটি রাত চাঁদেরী পাশাপাশি না যেনে তাও কাটিনি সময় পাশেতে কভু বসি। আমরা বসিনি আধাঁরে আলোতে তোমরা যেভাবে বসো আমরা কাটিনি কথনে সময় প্রচুর যেখানে হাসো আমরা এসেছি জীবন বৈচিত্রে এ-মাটির টানে ভেসে আমাদের প্রেম সার্থক হয়েছে মাটির ঘ্রাণে মিশে। আমরা সবেতে বিপত্তি এটেছে দু-জন দু-জনার ক্ষতি আমরা দু-জনে ভালোবেসেছি যেমন অমরা-বতি আমরা চেয়েছি গান করিতে বাউল সঙ্গিতের বেশে মনে প্রানে না কখনো গিয়াছি দু-জন দুজনায় মিশে। আমরা কুড়ায়নি কাঠমালি ফুল চয়ন চাহনীর মোহে আমরা চলিনি একই সাথে কভু বন্ধনের আবগাহে আমরা চড়েছি সমাজের শিখায় উচ্চ আলোর তীরে সেখানে আমরা আমাদের চেয়েছি জয় দু-জনের ভীরে। আমরা আসিনি সুখের সার্নিধ্যে আলোর বর্ণবাদে আমরা সেজেছি সর্ব মুহুর্তে হাজারো ক্ষতি রোধে আমরা ভাসিনি স্বপ্নচুড়ার ঐ লাল ফুলের সুখবোধে আমাদের প্রেম পূর্ন হয়েছে বেদনায় বিচ্ছেদে। আমরা দেখেছি বহমান পথে মানব প্রেমের পথোচলা আমরা মেখেছি অবিরতো পথে সময়ের তিক্ত খেলা আমরা কখনো সুনীল সমূদ্র কখনো মেঘের ধারা অসংখ্য সময় নিজেকে হেরেছি হয়েছি পথোহারা। আমরা এসেছি কতনা কাছে অথচ মাইল দুরে আমরা ছাড়া কেউ জানেনা আমাদের হূদয় পোড়ে আমরা তবু পাশা পাশি থাকি না রই কখনো মিশে মনের টানে শুধুই দেখি হূদয় অনেক সুদুরে। আমরা নিয়তির আধাঁর গাহণে পরেছি সবাই ধরা আমরা ভেসেছি কষ্ট প্লাবনে অথচ জড়েছি ক্ষরায় আমরা বেদনার মনস্কামনায় কখনো ধরাইনি ক্ষত টলেছি শুধু নগ্ন ফাল্গুনে কখনো হইনি নত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।