আমাদের কথা খুঁজে নিন

   

পাথরের কথা

আমি বলেছি, আমার টেবিলে আছে হাতুড়ি-বাটাল-ছেনি। সম্ভাবনা, যদি তুমি সত্যিই পাথর হয়ে যাও! হাতুড়ি-বাটাল-ছেনি টুলস মাত্র, এগুলো ছাড়া তো ভাস্কর্য নির্মণ করা যায় না। কাজেই ঠিক হুমকির জন্যই বলা, তা সম্পূর্ণ সত্যি না। আর আসলেই আমি চারুকলায় পড়েছি, স্নাতক এবং স্নাতকোত্তর আমার পাঠ্যের মধ্যে জলরঙ প্রধান ছিল। ভাস্কর্য ছিল সাবসিডিয়ারি। ফলে, তুমি পাথর হলেও আমি বিচলিত নই। বনং একদিন হাতুড়ি-বাটাল-ছেনি নিয়ে পাথরই কাটতে থাকব। তারপর, ঠিকই পাথর কেটে তোমাকে উন্মোচিত করব, তুমি আমার শিল্পকলা, আমি তোমাকে ভালোবাসাভরা প্রাণ দেব। হয়তো তুমিই তখন চোখ মেলে বলবে, 'এই প্রাসাদকোঠায় আমার আর একটুও ভাল্লাগছে না, আমাকে কোনো ঝর্নার ধারে নিয়ে যাবে?' তুমি কথা বলছ এই আনন্দে আমি আকাশকেও শুনিয়ে দেব, 'নিজের ছায়া দেখা যায় এমন একটা ঝর্না আমার বুকের মধ্যে আমি বহুকাল ধরে লুকিয়ে রেখেছি...'


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।