আমাদের কথা খুঁজে নিন

   

পাথরের খাঁজে

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

ফেরারী জীবনে, চলার পথে কাঁটা তারের বেড়া; সাথে তোমার শূন্যতা। নোনা ধরা দেয়ালে ঝুলান ছবি, এখানে সেখানে ভালবাসার ঝুল। আবেগী রাজমহলে- স্মৃতি রূদ্ধদ্বার; তবুও খেলা করে। শুকিয়ে যাওয়া ফুলের তোড়া সমাধি ফলকে ভালবাসার নাম। জন্মান্তরের কান্নার রোল, অন্যপাশে রুপালী পর্দা। পাথরের খাঁজে সতেজ পাথর কুঁচি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।