আমাদের কথা খুঁজে নিন

   

পাথরের গান

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

পাথরের গান চোখের মুদ্রায় তুমি যতই আকাশ আঁকো আমি জানি ওখানে সাগর ; ভ্রান্তনীল আকাশের ফাঁদে যে পাখিরা ঝাপ দেবে শূন্যতার ক্ষুধায়, জানবে না একে একে ডুবে যাবে ওরা। ভেসে যাওয়া পালকের স্রোতে ডুবুরি মাছেরা যদি জেনে যায়- ওটা তো সাগরও নয় জলল কল্পনায় গড়া নীল-বিভ্রম শুধু ! চোখের কোটরে রাখা নীল দুই পাথরের প্রাণহীন চকমকি ঘষে কী হবে আগুন জ্বেলে আর, তুমিই পুড়বে তাতে। মাটির জরায়ু ফুঁড়ে শিশুনীল বৃক্ষের যে কুঁড়ি উঁকি দেবে সবুজ আশায় ওখানে যে জরা ক্ষয় প্লাবন খরায় নামে অনার্য আদিম সুর ঠিকানা গাঁড়বো বলে বুকের জমিন খুঁড়ে বেঁধেছি নতুন পাড়- ইচ্ছে হয় তুমিও দিতে পারো অবাধ সাঁতার। (০১/০৪/২০০৮)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।