আমাদের কথা খুঁজে নিন

   

সাকার সব আবেদন খারিজ

১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর করা ছয়টি আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২০ শে মার্চ সাকা চৌধুরী বিষয়ে অভিযোগ গঠনের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৩ মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে এসব জানানো হয়। বিএনপি নেতা সাকা চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিকট ইতিপূর্বে ছয়টি পৃথক আবেদন করে। আবেদন গুলো হচ্ছে ১. সাকা চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালে) আইন ১৯৭৩ এ বিচার না করে দালাল আইনে বিচার করা হোক।

২. প্রসিকিউশনের কাছে থাকা পুলিশের তদন্ত রিপোর্ট আসামী পক্ষকে দেয়া হোক ৩. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান ও আইনের বাধ্যবাধকতা গুলো মেনে চলুক। ৪. তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হোক ৫. তাকে জামিন দেয়া হোক ৬. তাকে কাশিম পুর কারাগার থেকে অন্য যেকোনো কারাগারে স্থানান্তর করা হোক। আদালত উপরোক্ত সব গুলো আবেদন খারিজ করে দেন। ডিসচার্জ আবেদনটি সালাউদ্দিন কাদের উপস্থিতিতে করা উচিত ছিলো বলে ট্রাইব্যুনালের সদস্য এক বিচারক মন্তব্য করেন। সাকাকে দালাল আইনের বিচার প্রসঙ্গে ট্রাইব্যুনাল বলেন, এটি সম্পূর্ণ ভিন্ন আইনে নতুন ভাবে তদন্ত করে অভিযোগ আনা হয়েছে।

দালাল আইনে এ ধরনের অপরাধের বিচার করা যায় না। তাই আবেদনটি খারিজ করে দেয়া হলো। অভিযুক্তকে পুলিশের তদন্ত প্রতিবেদন সরবরাহ খারিজ প্রসঙ্গে আদালত বলে, এ ধরনের আবেদন ইতিপূর্বে খারিজ করে দেয়া হয়েছে। তাই এটিকেও এখন খারিজ করে দেয়া হলো। এভাবে আদালত একে একে সালাউদ্দিন কাদের চৌধুরীর সকল আবেদন আদেশ প্রদানের মাধ্যমে খারিজ করে দেন।

আদালত আগামী ২০ শে মার্চ সালাউদ্দিন কাদের চৌধুরী ওপর অভিযোগ গঠনের দিন ধার্য করেন। আদালতে সাকার আবেদনগুলো খারিজ হওয়া প্রসঙ্গে তার আইনজীবী ফখরুল ইসলাম বলেন, আমরা ভেবেছিলাম আদালত আজ ডিসচার্জ পিটিশন বাদে সকল আবেদনের আদেশ প্রদান করবে। কিন্তু আদালত আজ সবগুলোর ওপর আদেশ প্রদান করেছে। বিএনপি নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে ২০১২ এর ১৫ জানুয়ারি নয় ধরনের ৭৭টি অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। সাকার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, হিন্দু নির্যাতনের অভিযোগও রয়েছে।

২০১০ সালের ২৬ জুলাই সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেফতারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় সাকাকে গ্রেফতার করা হয়। ২০১০এর ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেফতার দেখানো হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৪ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত দল।

৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে ১ হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডিও ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন বিভাগ। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বর্তমান বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে কুন্ডেশ্বরী ঔষধালয়ের অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহসহ ৫২৪ জনের সরাসরি হত্যার অভিযোগ আনা হয়েছে। ৬ নারীর বিরুদ্ধে ধর্ষণের সহায়তার অভিযোগও আনা হয়েছে। তার বিরুদ্ধে গণহত্যা, টর্চার, অগ্নিসংযোগ, গুম, অপহরণসহ অন্যান্য অপরাধের অভিযোগও রয়েছে। অনেকে এখনও নিখোঁজ রয়েছে।

হিন্দু নাগরিকদের হত্যার সময় মুসলমানরা যখন কাঁদছে তখন সাকা তাদের উদ্দেশ্যে বলেছিল মালাউন মলো, তোমরা শোক করছো কেন? তার বাবা ফজলুল কাদের (ফকা) চৌধুরী বলে দিয়েছেন, মালাউনদের আস্ত রাখলে চলবে না। এরপর যা হবার তাই হয়েছে। শুধু হিন্দুদের হত্যা করেই ক্ষান্তত্ম হয়নি সাকা-ফকারা, আওয়ামী লীগসহ সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও হত্যা করা হয়েছে। হত্যার পর অনেককে গণকবর দেয়া হয়েছে। আবার অনেকের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে।

সাকার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের কৌসুলিরা যে অভিযোগ ফরমাল চার্জ আকারে দাখিল করে এগুলো তারই অংশবিশেষ। তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের কাছ থেকে এ খবর জানা গেছে। খবরের সূত্র হতে এই লিংকে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।