আমাদের কথা খুঁজে নিন

   

সাকার সমকামীতার গোপন কথা...

No body is perfect I am no body জানিনা সত্যিটিা কি তবুও পুরাই লুল....... মুললেখা এইরকম....... ঢাকা: কারাগারেও তিনি কোল বালিস ছাড়া ঘুমাতে পারেন না। শাহী খাবারের সাথে বিশ্ব বিখ্যাত ডানহিল সিগারেটের ধুমপান তার অভ্যাস। জমিদারি কায়দায় আয়েস করে বসেন, ঘুমাতে যান। বাথরুমে গিয়ে উচ্চস্বরে গালাগালি করেন। এবং দীর্ঘ সময় কাটান।

কারগারের ডাক্তার কর্মকর্তা, কারারক্ষী সবাইকে ধমকান চাকর বাকরের মতো। নিম্নস্তরের কর্মচারীদের পেছনে দুহাতে টাকা পয়সা খরচ করেন। ফলে তার আরাম আয়েশের শাহী কাজ কারবারে কোন অসুবিধা হয়নি এ যাবৎ কালে। একজন পুরুষ আসামীর সঙ্গে তার সমকামীতার কথা মিডিয়ায় প্রকাশ পেয়েছে সংশ্লিষ্ট আসামীর বাবার অভিযোগ ও মামলার মাধ্যমে। নেপথ্য ঘটনা নিয়ে কারা প্রশাসনে চলছে তোলপাড়।

খুনের মামলায় সাজা প্রাপ্ত আসামী যে ভাষায় এবং ভঙ্গিতে যুদ্ধাপরাধের দায়ে বিচারাধীন আসামী জনাব চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তা অশ্লীলতার জঘন্য উপাখ্যান হিসেবে অনেকের হাসির খোরাক যোগাচ্ছে। অভিযোগ মতে, সাকা সকাল ও বিকেলে পালা করে থাকে ধর্ষণ করতেন। ধর্ষণের পূর্বে সাকাকে উত্তেজিত করার জন্য তার সর্বাঙ্গ টিপে দেয়া হতো। এরপর বিশেষ জায়গায় নাকি এক ধরণের উত্তেজনার তেল মাখানো হতো। এ কাজে অভিযুক্ত সাকা নাকি যথেষ্ট কৌশলী।

সেও নানা ভাবে তার সমকামিতার সঙ্গীকে উত্তেজিত করতো। কথা প্রসঙ্গে এও বলতো সে, এই কাজ নাকি সে কিশোর বয়স থেকেই করে আসছে। বিশেষ করে যখন ইউরোপ আমেরিকায় যান তখন এই ধরনের সমকামিতার জন্য তার নাকি দীর্ঘদিনের বিশ্বস্ত সহকামি বন্ধু রয়েছে। সে কথা প্রসঙ্গে সমকামিতার আনন্দ এ উপকার সম্পের্ক অভিযোগকারী আসামীকে বুঝানোর চেষ্টা করতো। সে শুধু নিজেই অভিযোগকারীর উপর উৎগত হতো না।

প্রায়ই তার উপর উৎগত হতে বাধ্য করতো। অভিযোগকারী জেল থেকে ছাড়া পাবার প্রলোভনে নাকি এসব কাজ করতো। জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর এদেশর একজন আলেচিত কিংবা সমালোচিত উচুঁ মহলের রাজনীতিবিদ। তার পারিবারিক ঐতিহ্যও অভিজাত্য একবাক্যে সকলে স্বীকার করে। বন্ধু বাৎসল্য পরপকারী মনোভাবের জন্য তিনি অনেকের নিকট আকর্ষনীয় ব্যক্তিত্ব।

জনাব চৌধুরী সাম্প্রতিককালের সমকামিতার অপবাদ এ দেশের ভদ্রসমাজ মেনে নিতে পারছে না বলে সংশ্লিষ্ট মহল অভিযোগ করেছে। অনেকের ধারণা, জনাব চৌধুরীকে সামাজিক ও পারিবারিক ভাবে হেয় করার জন্যই নাকি কুচক্রী মহল এসব করছে। এইখানে মূল লেখা... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।