আমাদের কথা খুঁজে নিন

   

‘সাকার মুক্তি না হলে আদালত উড়িয়ে দেব’

এই হুমকি সম্বলিত একটি চিঠি রোববার বিকাল ৪টার দিকে জেলা মুখ্য বিচারিক হাকিম রুহুল আমীনের কার্যালয়ে পৌঁছায়।
চিঠিতে অগাস্ট মাসের মধ্যে সালাউদ্দিন কাদেরের মুক্তি দাবি করা হলেও সেটি পৌঁছেছে এক দিন পর।
চট্টগ্রাম আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাবি পূরণ না হলে আদালতের পাশাপাশি  চট্টগ্রাম বন্দর ভবন, বিদ্যুৎ ভবন, কাস্টমস ভবনও উড়িয়ে দেয়ার হুমকি রয়েছে চিঠিতে।  
ডাকে পাঠানো ওই চিঠিটি প্রেরক হিসাবে সাতজনের নামও উল্লেখ করা হয়েছে।নিজেদের ফটিকছড়ি ও রাউজানের বাসিন্দা বলে উল্লেখ করেছেন তারা।
মুখ্য বিচারিক হাকিমকে লেখা চিঠিতে বলা হয়, “সাকা চৌধুরীকে মুক্তি না দিলে আপনার লাশ পরিবারকে উপহার দেয়া হবে।”
এ ঘটনায় মুখ্য বিচারিক হাকিম আদালতের পক্ষে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে রেজাউল মাসুদ জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাউজানে।তিনি ফটিকছড়ি সংসদীয় আসন থেকে নির্বাচিত সাংসদ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।