আমাদের কথা খুঁজে নিন

   

সাকার বাঁদরামি

There are so many things to say but word is so much limited. So better to skip. বাঁদর বুড়ো হলেও গাছে চড়া ছাড়েনা; এমন একটা প্রবাদ প্রচলিত আছে। আর এই প্রবাদের উৎকৃষ্ট উদাহরণ হল মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক বিএনপি নেতা বিশিষ্ট মুখরা পুরুষ সাকা চৌধুরী। একাত্তরে যৌবনে উন্মত্ত সাকা সুযোগের সদব্যবহার করতে হয়তো ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধে জড়িয়ে পড়তে পারেন। তখন তার ভরা যৌবন ছিল। কিন্তু সাম্রতিক সময়ে তার বিরদ্ধে যে অভিযোগ উত্থাপিত হল কারাগারে নিযুক্ত তার সেবককে যৌন নিপীড়ন করে, তার থেকেই প্রমাণিত হল বাঁদর বুড়ো হয়ে গেছে কিন্তু গাছে চড়া স্বভাবটা একদম বদলায়নি।

সাকা একজন আধুনিক মানসিকতার মানুষ তাই তিনি এবার কোন নারীকে যৌন নিপীড়ন না করে করলেন একজন পুরুষকে। উন্নত বিশ্বে সমকামিতার স্বীকৃতি তো অনেক আগেই দেওয়া হয়েছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এর চর্চা বেশ ভালভাবেই চলে। আমাদের দেশে যে গোপনে, আড়ালে-আবডালে এমনটা হচ্ছেনা তাও কিন্তু নয়। তবে সাকা একে প্রকাশ্যে নিয়ে আসার সাহস দেখিয়ে সত্যি প্রশংসার দাবিদার হয়েছেন। এখন প্রশ্ন হল, একাত্তরে বাঙালি নারীরা ছিলেন গণিমতের মাল(!) কিন্তু এই কিশোর সেবক ছেলেটিকে তিনি কোন ফতুয়ার ভিত্তিতে এহেন ঘৃণ্য আচরণের শিকার বানালেন? শেষ খবর পাওয়া পর্যন্ত ছেলেটির বাবা বাদী হয়ে মামলা করেছেন সাকার বিরদ্ধে।

একদলা থুথু ছিটিয়ে প্রতিবাদ জানালাম সাকার এই ঘৃণ্য আচরনের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।