আমাদের কথা খুঁজে নিন

   

ফিফার সাথে আমারদেশের পার্থক্য কি?

লেখার মত তেমন কিছুই নেই আমারদেশ গিলাফের ছবি সাইদি মুক্তি আন্দোলনের বলে চালিয়ে দেয় আর ফিফা ইন্ডিয়ান সৈনিকের ছবি পাকিদের বলে সজ্ঞানে চালিয়ে দেন মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্য নিয়ে এবং শুধু তাই না সময়ে সময়ে আমাদেশের ইথিক্স নিয়ে প্রশ্নও তুলেন! হা হা হা এরেই বলে চোরের মায়ের বড় গলা! আমারদেশ যা করেছে সেটা অবশ্যই একটা অপরাধ কিন্তু আরেকজন যে নিজেই একই দোষে দুষ্ট সে আমারদেশ বা অন্য কারো বিষয়ে উচ্চ্যবাচ্য করার নৈতিক ভিত্তি এমনিতেই হারিয়ে ফেলে। আল্লামা শফি মুসলমানিত্বের পরীক্ষা নিচ্ছেন না, নিলে সেখানে ৮৪ জনের নাম থাকত না। হ্যা, এই লিস্টে কিছু নাম দলাদলি বা ব্যক্তিগত রেষারেষির কারণে উঠে গিয়েছে, আমরা তাদেরকে রেহাই দেয়ার জন্য সম্মিলিতভাবে দাবি জানাতে পারি কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই ওই লিস্টের ৮৪ জনের বেশিভাগই উগ্রপন্থী, যারা অবাধ বাকস্বাধীনতা আর পক্ষপাতদুষ্ট মডারেশনের সুযোগ নিয়ে বছরের পর বছর ধরে সাম্প্রদায়ীক বিষবাষ্প ছড়ানোর মাধ্যমে দাঙ্গা সৃষ্টির উপলক্ষ্য তৈরী করে দিচ্ছিলো। আটককৃত সুব্রতকে নিয়ে আমি নিজেও সন্দিহান ছিলাম কিন্তু কিছুক্ষণ আগে এটা দেখার পর আমার আর কোনো সন্দেহ নেই। ফিফা বলছেন নাস্তিকতায় কি যায় এসে যায়, অবশ্যই যৌক্তিক কথা। কিন্তু যারা নাস্তিকতার নাম নিয়ে নোংরামির চর্চা করে যাচ্ছিল তাদের নিয়ে কি আমাদের কিছুই যায় আসে না? ঠিক আছে আপনার এই কথা মানলে আপনিও আমার সাথে বলুন যখন কোনো ধর্মান্ধ গায়ে বোমা নিয়ে শত শত মানুষ উড়িয়ে দেয় তখন সেটা নিয়েও আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই! কি বলবেন? চায়নিজ একটা প্রবাদ আছে অনেকটা এরকম, জিহ্বা ছুরির চেয়েও ধারালো কারণ এটা রক্তপাত ছাড়াই মানুষ খুন করতে পারে। যারা এই জিহ্বার অপব্যবহার করে সাম্প্রদায়ীক দাঙ্গা সৃষ্টির পথ করে দেয় তাদের অবশ্যই বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। যদি তারা নিরপরাধ হবে তবে এত ভয় কেন ফিফা? আইনকে না হয় তার মত করেই চলতে দিন, কিছুদিন আগেও না আপনারা ৭১ এর নরপশুদের বিচারের সময় একই কথা বলতেন তাহলে এখন এর ব্যত্যয় কেন? নাকি আইন আপনার বা আপনাদের খেয়াল খুশিমত চলতে হবে? সেরকম হলে যে কি হয় সেটাতো আমরা বিগত বছরগুলোতে ব্লগে দেখেই আসছি! কয়েকদিন আগে ফিফা ব্লগে সরকারের নগ্ন থাবা এইসব হাবিজাবি লিখে পোস্ট দিয়েছিলেন কিন্তু উদ্দেশ্য যে ব্লগ বা ব্লগার রক্ষা না কিছু কীটকে রক্ষা করা সেই ল্যাজ আর লুকিয়ে রাখতে তরে সইলো না তাই আজ মিথ্যাচারে পূর্ণ আরেক দালালি মার্কা পোস্টের প্রসব। ফিফার এখন ন্যাংটার নেই বাটপারের ভয় অবস্থা! এই মিথ্যাচারপূর্ণ দালালি পোস্টে গদামসহ মাইনাস দাগানো হইলো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.