আমাদের কথা খুঁজে নিন

   

ফিফার নতুন শাকিরা!

এক সেকেন্ডে দশ জন, এক রাতে এক লাখ। এটি বিশ্বকাপের ড্র মঞ্চের ব্রাজিলিয়ান সুন্দরীর নতুন 'ফলোয়ার' সংখ্যা! যার কথা বলছি তিনি আর কেউ নন- টিভি সঞ্চালক, অভিনেত্রী, মডেল ফার্নান্দো লিমা। টুইটার থেকে গুগুল সার্চ ইঞ্জিন পর্যন্ত সব জায়গায় রাতারাতি আলোড়ন ফেলে দিয়েছেন তিনি।

বিশ্বকাপের ড্র দেখার জন্য সারা বিশ্বের নজর ছিল টিভির পর্দায়। সেখানে সেপ ব্লাটারের পাশে, পেলে-কাফুদের মতো সুপারস্টারদের পাশে দাঁড়িয়ে থাকা এই সঞ্চালকের দিকেই ছিল বিশ্বের ২০০ কোটি জোড়া চোখের নজর।

ছিপছিপে, দীর্ঘাঙ্গী, সোনালি পোশাক পরা সোনালি চুলের সুন্দরী এই অভিনেত্রীর রূপে মাতোয়ারা হয়ে যায় সবাই।

সারা বিশ্বের তরুণ থেকে প্রবীণ প্রজন্ম, টুইটারে লিমাকে নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। বলা হয়েছে, শুধু ড্রয়ের মঞ্চ নয়, বিশ্বকাপেও নানাভাবে জুড়ে দেয়া হোক লিমাকে। কেউ লিখেছেন, সত্যি কথা বলছি, লিমা বিশ্বকাপের ড্রয়ের চেয়েও উপরে উঠে গিয়েছেন। এর আগে ফিফার সৌজন্যে ফুটবলের নানা অনুষ্ঠানে নাচে-গানে দুনিয়াকে চমকে দিয়ে জনপ্রিয়তায় অনেক এগিয়ে যান শাকিরা।

ব্রাজিল বিশ্বকাপে লিমাকে নতুন শাকিরা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের নামিদামি পত্রিকায়ও লিমাকে নিয়ে ছাপা হয়েছে তরতাজা খবর। দ্য মিরর লিখেছে, ওয়ার্ল্ড কাপ ড্র দেখার জন্য যারা টিভি বা কম্পিউটারের সামনে বসেছিলেন, লিমার রূপ নিশ্চয়ই তাদের চোখ ধাঁধিয়ে দিয়েছে। সেকেন্ডে দশ জন লোক লিমাকে নিয়ে খবর দেখেছে। ব্রাজিলে গেম শো'র সঞ্চালক হিসেবে বিখ্যাত লিমা।

বেশ কিছু হিট সিনেমাতেও দেখা গিয়েছে তাকে। জনপ্রিয়তার জন্যই ফিফা তাকে বিশ্বকাপের ড্র মঞ্চে রাখে। ব্যাংয়ের মতো নামি জনপ্রিয় টিভি শো, আমোর অ্যান্ড সেঙ্াের মতো ধারাবাহিকে নিয়মিত দেখা যায় ৩৬ বছর বয়সী এই আবেদনময়ীকে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.