আমাদের কথা খুঁজে নিন

   

ফিফার বর্ষশেরা



পেপার খুলেই দেখলাম ফিফার বর্ষশেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে। আরও দেখলাম এই বছরই ফিফা ও বেলন ডি, অর যেৌথ ভবে এই পুরস্কার দিচ্ছে। খবর পড়ার পর ইন্টারনেটে এই সম্পর্কে আরো অনেক কিছু জানলাম। অনেক দিন থেকে ব্লগে বসিনি তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। ফিফা ১৯৯১ সাল থেকে পুরুষ আর ২০০১ সালে মহিলা বর্ষশেরা ফুটবলার প্রাইজ প্রদান আসছে।

২০১০ সালে বেলন ডিআর( European Footballer of the Year) ও ফিফা এক সাথে ফিফা বেলন ডি’আর প্রদান করে যা প্রথম পেল লিওনেল মেসি। ফিফা বর্ষশেরা পুরস্কার সবচেয়ে বেশি জিতেছে ব্রাজিল ৮ বার, ফ্রান্স ৩ বার, পর্তুগাল ২ বার, ইতালি ২ বার, আর্জেনটিনা ২ বার, জার্মানি ১ বার, নেদারল্যান্ড ১ বার। বিশ্বকাপের অনেক বারের হট ফেবারেট দল আর এবারের বিশ্ব চ্যাম্পিয়ান স্পেন এর কোন প্লেয়ার এই প্রাইজ পায়নি। ২০১০ সালে পেতে পেতে পেলনা জাভি, ইনিয়েস্তারা। আরেকটি মজার ব্যাপার পরপর দুইবার বর্ষশেরা হয়েছে রোনান্দ (১৯৯৬, ১১৯৭), রোনালদিনহোহ(২০০৪,২০০৫), আর এবারে পেয়েছে মেসি (২০০৯,২০১০)।

এখনো বর্ষশেরা খেলোয়ার এ হ্যাট্রিক দেখা য়ায়নি। এখন শুধু মাত্র সুোযোগ আছে অর্জেনটাই প্রথম বর্ষশেরা খেলোয়ার মেসির। ২০১১সালে মেসি কি পারবে ক্রিস্টিআনো রোনান্ডকে হারিয়ে এই নতুন রেকর্ড় গড়তে। যদি বলি কোন ফুটবল ক্লবের খেরোয়ার এই পুরস্কার বেশি জিতেছে? আন্দাজে ঢিল ছুরলেয় উত্তর হয়ে যাবে। সবচেয় বেশি বার্সেলোনা- ৮ জন, রিয়েল মাদ্রিদ-৪ জন, জুভেন্টাস- ৪ জন,অ্যাসোসিজোয়ান ক্যালকিয় মিলান -৩জন, ইন্টার মিলান- ৩জন, ম্যানচেস্টার ইউনাইটেড ১ জন,পি এস ভি-১জন(রানান্ড)।

এর মধ্যে ১৯৯৬ সালে রোনাল্ড PSV থেকে বার্সেলোনা গিয়েছিল। সেই সুবাদে PSVথেকে ১জন। FIFA World Player of the Year(ফিফা বর্ষশেরা খেলোয়ার এর তালিকা): Lothar Matthäus: 1991 Marco van Basten:1992 Roberto Baggio:1993 Romário(Brazil):1994 Paolo Maldini: 1995 রোনান্ড - Ronaldo (ব্রাজিল): 1996, 1997, 2002 জিদান-Zinedine Zidane(ফ্রান্স): 1998, 2000, 2003, রিভালডো-Rivaldo(ব্রাজিল): 1999 ফিগো-Luís Figo(পর্তুগাল): 2001 রোনালডিনহো-Ronaldinho(ব্রাজিল): 2004, 2005 ফ্যাবিও-Fabio Cannavaro:2006 কাকা-Kaka(ব্রাজিল): 2007 রোনান্ড-Cristiano Ronaldo(পর্তুগাল):2008 মেসি-Lionel Messi(অর্জেনটিনা): 2009,2010

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.