আমাদের কথা খুঁজে নিন

   

ফিফার স্বীকৃতি পাচ্ছে না মেসির রেকর্ড

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়। ভালো বিড়ম্বনায় পড়েছেন লিওনেল মেসি। গার্ড মুলারের রেকর্ড ভাঙলে কী হবে, আর্জেন্টাইন এ তারকার কৃতিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবল বিশ্বে। এতদিন গার্ড মুলারের করা ৮৫ গোলকেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড বলে ধরা হতো।

দিন সাতেক আগে মেসি সেটা ভেঙে দেন। রিয়াল বেটিসের বিরুদ্ধে জোড়া গোল করে মৌসুমে ৮৬ গোল হয়ে যায় মেসির। বিশ্বজোড়া মেসি-ভক্তরা যখন মহানায়কের নতুন রেকর্ডের আনন্দে মত্ত, তখনই আচমকা প্রশ্ন উঠল সেই কৃতিত্ব নিয়ে। এতে পিছিয়ে নেই ফিফাও। তারা মেসির রেকর্ড বাতিলই করে দিল মোটামুটি।

প্রথম আপত্তিটা আসে জাম্বিয়ার ফুটবল সংস্থা থেকে। তারা জানায়, জাম্বিয়ার কিংবদন্তি গডফ্রে চিতালুর এক মৌসুমে ১০৭ গোলের রেকর্ড রয়েছে। যেটা হয়েছে ১৯৭২ সালে। এবং সেই কৃতিত্বের পাশে মেসির রেকর্ড কিছুই না। জাম্বিয়ার দেখাদেখি বাকি বিশ্বও নেমে পড়ে মেসির অর্জনে টান মারতে।

ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে দাবি তোলা হয়, মেসির চেয়ে এক মৌসুমে বেশি গোল জিকোরই আছে, ৮৯ গোল। সবশেষে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়ে দেয়া হয় খোদ ফুটবল সম্রাটকে। তথ্য দিয়ে বলা হয়, ১৯৫৯ সালে এক বছরে পেলের সর্বমোট গোল ছিল ১২৭! যা আবার পেলের আত্মজীবনী ঘাঁটাঘাঁটি করে ফিফাও পেয়েছে। এর পরপরই ফিফা জানিয়েছে মেসির রেকর্ডকে স্বীকৃতি দিতে তারা নারাজ। এক সাক্ষাত্কারে ফিফার মুখপাত্র অ্যালেক্স স্টোন বলেছেন, সব ক্লাবের তথ্য রাখা সম্ভব নয়।

কবে কোন ক্লাব প্রথম ম্যাচ খেলা শুরু করেছে, ক’টা ম্যাচ আজ পর্যন্ত খেলেছে, সেসবের সরকারি তথ্য আমাদের নেই। তাই মেসির রেকর্ডকেও স্বীকৃতি দিতে পারছি না। তবে আমরা পক্ষপাতিত্ব করছি না। রেকর্ডকে সরকারি স্বীকৃতি দিতে গেলে একশ’ শতাংশ নিশ্চিত হতে হবে। মনে হয়, মিডিয়ার কাছে এরকম পরিসংখ্যান এসে হাজির হয়েছে।

তাই মেসির রেকর্ডের ব্যাপারটা এভাবে ছড়িয়েছে। সব মিলিয়ে তাহলে কী দাঁড়াল? না মেসি, না পেলে, না জিকো, না গডফ্রে চিতালু—কারও গোলের রেকর্ডই ফিফা স্বীকৃত নয়। Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.