আমাদের কথা খুঁজে নিন

   

ফিফার জন্য লেখ একটা গল্প বলি :

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি একটা গল্প বলি : নানা অনিয়ম অনাচারের মাঝেও দেশে একটি সুসীল সভ্য দল ছিল । তারা ভাল কথা বলে, দুই দলের মুখস্ত কথার বাইরেও কোন কথা থাকতে পারে, তারা এটা বিশ্বাস করত, চর্চা করত। ইতিবাচক উদ্দোগ নিয়ে রাজপথে নামত । এদের সংখাও অনেক হয়ে গেল, প্রায় ২ লাখ। এরা সমাজে প্রতিষ্ঠত হয় ইতিবাচক চিন্তা, চেতনা এবং শুভ উদ্দোগের সোচ্চার কন্ঠ হিসেবে।

শয়তানের তা ভাল লাগল না! এদের দলে ভীরে মিশে হাতেগনা কিছু বিকৃত মস্তিষ্কের শয়তানের অনুগত লোক । কিছু অপআত্মা । এরা সবার সাথে মিশে দেশের সংবিধান ও চেতনাকে অবমাননা শুরু করে । ভীরের মাঝে জাতীয় পতাকা পুড়ানোর ধৃষ্টতাও দেখায় । দেশের প্রধান মন্ত্রীর নামে নোংরা কার্টুন ছাপে ।

জনগন খেপে যায় । সরকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কয়েকজন দুষ্কৃতিকারীকে চিন্হিত করে। ৪ জন । প্রশাসণ জানায় এই চার জন কে সুশীল সংগঠন থেকে বহিষ্কার করতে হবে । আর সংগঠনের বেশীর ভাগ আম জনতাই এতে খুশী ।

যাক অপআত্মাগুলোর হাত থেকে আমাদের প্রিয় সংগঠন টা পবিত্র হবে । দেশের ইতিবাচক কাজ গুলোতে সবাই আরো মনোজোগ দিটে পারবে । আচ্ছা বলেন, এই চার জনকে বহিষ্কারের সরকারী আদেশ কি, এই সংগঠণকে বন্ধ করে দেবার অপচেষ্টা ? মহামতি ফিফা, দয়া করে উত্তর দেবার মত উদারতাটুকু দেখাবেন আশা করি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.