আমাদের কথা খুঁজে নিন

   

ডারউইনের বিবর্তনবাদ মতবাদের একটি বৈজ্ঞানিক পর্যালোচনা

ইংরেজ প্রকৃতিবিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন ১৮৫৯ সালে উনারThe origin of Species বইয়ের মাধ্যমে দাবি করেন প্রতিটি জীবন্ত প্রানী একটি সার্বজনীন পূর্বপুরুশ থেকে ক্রমে প্রকৃতির বাছাই প্রক্রিয়ার মাধ্যমে একে অপর থেকে উদ্ভুত হয়েছে। পরবর্তীতে আরেকজন প্রানী ভূগোলবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস ডারউইনের মত প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জৈব বিবর্তন সংঘটিত হয়েছে বলে মত প্রকাশ করেন। এইজন্য ডারউইনের মতবাদকে ডারউইন- ওয়ালেসের যুক্ত মতবাদ বলা হয়। এখানেউল্লেখ্য চার্লস রবার্ট ডারউইন মারা যান ১৮৮২ সালে আর আলফ্রেড রাসেল ওয়ালেস মারা যান ১৯১৩ সালে। ডারউইনের বিবর্তনবাদ মতামতটি এতই বৈজ্ঞানিক যে বর্তমানে এই মতবাদটি প্রানী দেহের সবচেয়ে ক্ষুদ্র একক একটি সামান্য কোষের উৎপত্তিকেই ব্যাখ্যা করতে পারে না।

কারন কোষ সম্পর্কে প্রথম সুস্পষ্ট ধারনা পাওয়া যায় ১৯৩৯ সালেজার্মান প্রানীবিদ থিওডোর স্বোয়ানের কাছ থেকে। এর আগে কোষের সম্পর্কে বিজ্ঞানীদের কোন সুস্পষ্ট ধারনা ছিল না। প্রতিটি কোষের মূল উপাদান হচ্ছে প্রোটিন ( Protein )। প্রোটিন হচ্ছে কোষের প্রোটোপ্লাজমের মূল উপাদান এবং সকল উদ্ভিদও প্রানি দেহে এটি ব্যাপকভাবে বিদ্যমান। আবার প্রোটিন হল অসংখ্য অ্যামিনো এসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অনু।

এই অ্যামিনো এসিড গুলি প্রোটিনের ভিতরে শুধু পেপটাইড নামক এক প্রকার বন্ধনে আবদ্ধ থাকে। একটি অ্যামিনো এসিডের কার্বোক্সিল মূলক ( COOH-) অপর একটি অ্যামিনো এসিডের অ্যামিনো গ্রুপের সাথে (NH) যে বন্ধনে যুক্ত থাকে তাকে পেপটাইড বন্ধন বলে। কোষের বাইরে এইঅ্যামিনো এসিড গুলি আরো অনেক বন্ধনে যুক্ত হয় কিন্তু কোষের ভিতর এই অ্যামিনো এসিড গুলি শুধুমাত্র পেপটাইড বন্ধনেই আবদ্ধ থাকে। প্রোটিন গঠনকারী এই অ্যামিনো এসিডের রয়েছে ২০টি প্রকারভেদ। এই ২০ প্রকারের অ্যামিনো এসিড নিজেদের ভিতর সঠিক ক্রমানুসারে সজ্জিত হতে হবে।

একটি সাধারন আকারের প্রোটিন কম পক্ষে ৫০০ টি অ্যামিনো এসিডের সমন্বয়ে গঠিত হয়। তবে সবচেয়ে অবাক করা জিনিস হল এই অ্যামিনো এসিড গুলি আবারডান হাতি ও বাম হাতি হয়। প্রোটিন গঠনে শুধু মাত্র বামহাতি অ্যামিনো এসিড গুলি যুক্ত থাকে। প্রোটিন কাঠামোর মাঝে যদি একটিও ডান হাতি অ্যামিনো এসিডের প্রবেশ ঘটে তবে এই প্রোটিন কাঠামোটি তার চারিত্রিক বৈশিষ্ট্য একটি অকার্যকর খন্ডে পরিনত হবে। এখন আমরা একটি প্রানী কোষের মূল উপাদান প্রোটিনের যে মূল বৈশিষ্ট্য গুলি পেলাম তা হল প্রোটিনের মাঝে অ্যামিনো এসিড গুলি শুধুমাত্র পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, প্রোটিন সমূহের সংগঠনে ব্যবহৃত ২০ টি বিভিন্ন অ্যামিনো এসিড গুলি শুধু মাত্র বাম হাতিহতে হবে, এখন ডারউইনের মতে কাঁকতলিয় ভাবে যদি প্রানের উৎপত্তি হয়ে থাকে তাইলে সামান্য ৫০০ অ্যামিনো এসিডের সমন্বয়ে গঠিত একটি প্রোটিন অনু গঠিত হবার সম্ভাবনা পরিসংখ্যানের Probability অনুসারে দাড়ায় যথাক্রমে: ১. সঠিক ক্রমানুসারে অবস্থানের সম্ভাবনা = ১/২০^৫০০= ১/১০^৬৫০ [ যেহেতু Log { (20)^500}=500Log20=650 এবং Log { (10)^650}= 650log10=650 ] ২. সবগুলি বাম হাতি হবার সম্ভাবনা = ১/২^৫০০= ১/১০^১৫০ [ পূর্বের নিয়মে লগারিদম করে ] ৩. পেপটাইড বন্ধনে আবদ্ধ হবার সম্ভাবনা= ১/২^৪৯৯= ১/১০^১৫০ [ পূর্বের নিয়মে লগারিদম করে ] সর্ব মোট সম্ভাবনা= ১/১০^৯৫০ অর্থ্যাৎ ১০^৯৫০ ভাগের একভাগ।

এখন দেখা যাচ্ছে ৫০০ অ্যামিনো এসিডের সমন্বয়ে গঠিত একটি সাধারন প্রোটিন মলিকুল কাঁকতলিয় ভাবে গঠিত হবারসম্ভাবনা ১ সংখ্যাটির পরে একটানা ৯৫০ টি শূন্য বসালে যেসংখ্যাটি দাঁড়ায় সেই সংখ্যাটি দ্বারা ১ সংখ্যাটি ভাগ করলে যে ভাগফল দাঁড়াবে, ঠিক ততভাগের একভাগ। বুঝতেই পারছেন এটা নিতান্তই কাগুজে সম্ভাবনা বা Probability on paper. বাস্তবে এটি ০ সম্ভাবনারই নামান্তর। পরিসংখ্যান এর নিয়ম অনুযায়ী ১০^৫০ ভাগের এক ভাগ সম্ভাবনাকে শুন্য সম্ভাবনা হিসাবেই ধরা হয়। এই যদি হয় সামান্য একটি প্রোটিন গঠিত হবার সম্ভাবনা তাইলে ১ মিলিয়ন প্রোটিনের সমন্বয়ে গঠিত আমাদের দেহ কাঁকতলিয় ভাবে গঠন হওয়াকতটা সম্ভব আপনারা একটু চিন্তা করেন। আর এই ভাবে যদি কখনো একটি প্রোটিন গঠিত হয় তাইলে এই সময় লাগবে বিগব্যাং সগঠিত হবার পর থেকে আজ পর্যন্ত যত সময় লেগেছে ততদিন।

আর আমি এখানে শুধু প্রোটিনের কথাই বললাম, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম গঠন হওয়া যে আর কত কঠিন তা আপনারা বুঝে নিন। তবে ডারউইন কে এই জন্য কিন্তু কেউ দোষ দেয় না। কারন উনার সময়ে জীব বিজ্ঞানের এত উন্নতি সাধন হয় নি। এখন তাইলে প্রশ্ন আসে প্রানের উৎপত্তি তাইলে কিভাবে হয়েছে? হয় ডারউইনের মতে হঠাৎ করে নয় একজন সৃষ্টিকর্তার নিপুন কলা কৌশলে। আধুনিক যুগের বেশির ভাগ বিজ্ঞানীই এখন সৃষ্টিকর্তার নিপুন কলা কৌশলে প্রানের উৎপত্তি হয়েছে এই মতবাদে বিশ্বাসী।

তথ্য সূত্র : ১.উচ্চ মাধ্যমিক প্রানিবিজ্ঞান, গাজী আজমল, আসমত । ২. http://www.bn.Harunyahya.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.