আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ কথা ছিল কথা হবে

∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞ কথা ছিলো নীল নিশি কিংবা তিল কালো গগনে, দেখা হবে দু’জনাতে ধূপছায়া লগনে। কথা ছিলো আশ-পাশ বাঁধা রবে; শুনশান, ঘুমগান সবকিছু হাঁদা হবে। কথা ছিলো কথা হবে দুজনার কথাতেই কথা হবে সময়ের জাহাজেতে উদ্যাম তাল রেখে গভীরতা ভাসাতে কথা ছিলো তিল রাত, বুনো চাঁদ সাথী হবে পাশে মোর জোৎস্নায় গান হবে, শিশিরের উঠোনে রাত শেষে ভোর হবে চোখতারা লগনে কথা ছিলো কথা রেখে কথার বাঁধায় বাঁধা রবো দুজনে কথা যেন বাঁধা থাকে যেন না পুড়ে আগুনে। কথা ছিলো যদি কভু মনে হয় দুজনতা দুই’ ই রবে এতো এক হবার নয়। কথার তরবারি চেপে রেখে বুকে চলে যাবো দুজনাতে কথাপথ একে। কথা তাই বুকে রেখে আজ জ্বেলে দিলেম দ্বীপ আমাদের চোখ জোড়া অবশেষে হল যে প্রদীপ। ================================== মার্চ-২ ২০১২ বিজয়পুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।