আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ কোন কোন মুখ



কিছু কিছু মুখ কেড়ে নেয় সুখ... কোন কোন রাতে দেয়না ঘুমাতে। কিন্নরী হাসি কে যেন আসি বসিয়াছে,শোনাবে ভূতগ্রস্থ নিঝুম নিশ্চপ রাতে কোন একদাতে। ভেজা চুল শোকাতে কে যেন আসছে গত'কয় রাতে। লাল চুড়ির তীক্ষ শব্দে আমার রক্তে বান ডেকেছিল বুঝি নিশ্চুপ রাতে সেই একদাতে। কোন কোন মুখ কেড়ে নেয় সুখ।

আজকেও রাতে দেবে না ঘুমাতে...। । ...। । ...।

। ...। । শিয়রের পাশে আজও সে এসে গল্প শোনাবে। নিশ্চুপ রাতে আজও একদাতে মরা-ঘুম হয়তো ভাঙাবে..।

। ...। । ...। ।

...। । ...। । ...।

। -তাহমিদ সৈয়দ আবতাহি ২৭-০৬-১০ [মুগ্ধতা থেকে লেখা]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।