আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ গন্তব্য

আলো নয় আধার খুজি ,সত্যের জন্যে নয় মিথ্যের বিরুদ্ধে যুঝি।
গন্তব্য ---------------------------------------- যেথা লাইন গিয়েছে বে-লাইনে আইন চলেছে বে-আইনে সমাজ যেথা অসামাজিক নৈতিকতাই অনৈতিক ঘুম নেই যেথা ঘুমের চোখে সুখ ভুগছে বড্ড অসুখে যেথা দুঃখের দ্বারেও দুঃখের হানা বারণ নিজেই মানছে না মানা ন্যায় যেখানে অন্যায়ে লিপ্ত ক্ষোভ যেখানে বড়ই ক্ষিপ্ত সত্য যেথা মিথ্যে বলে পথ নিজেই ভুল-পথে চলে কান্না যেথা গুমরে কাঁদে চিৎকার ফাটে আর্তনাদে আলো নিজে অন্ধ যেথা ইতিহাস বলে রটানো কথা পশ্চাৎ যেথা চলছে আগে মৃত্যু নিজেই মরণ মাগে জীবন হেথা জড়াগ্রস্ত বিজয় আপনিই পরাস্ত মূর্খ যেথা জ্ঞানী সাজে লজ্জা বড়ই নিলাজে আঘাত যেথা পরাহত অমৃতে স্বাদ বিষের মত হৃদয় যেথা নিলামে ওঠে প্রেম বিকায় পথে-ঘাটে সম্মান অপমানের ভয়ে নীতিবোধ চলে চোখ নামিয়ে ভদ্র খোদ অভদ্র যেথা জ্ঞানই যেখানে অজ্ঞতা পরার্থ হেথা স্বার্থপর আশা হতাশার স্বর লোভ যেখানে লোভী আরো আত্মীয় নয় কেউতো কারো পূন্য যেথা নিজেই পাপী আশীর্বাদ বড্ড অভিশাপী ধর্ম যেথা অধর্ম ছড়ায় দিনের আলোই আঁধার বাড়ায় মানবতা যেথা অমানবিক মনুষ্যত্ব পৈশাচিক যাচ্ছি আমরা,যাচ্ছি কি সেথা? কে? কে বল্লিরে যাচ্ছিনে... তবে আসলে যাচ্ছি কোথা?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।