আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ জিজ্ঞাসা

আলো নয় আধার খুজি ,সত্যের জন্যে নয় মিথ্যের বিরুদ্ধে যুঝি।
পারবি আমায় ভালোবাস্‌তে? পারবি বল্‌? পারবি আমায় হাসাতে? মুছিয়ে আমার চোখের জল। জীবনের কোন সাঁঝে যুঝব যখন শঙ্কা মাঝে পারবি কি থাক্‌তে পাশে হবি কি আমার মনোবল? যেদিন আমার কেউ রবে না যেদিন আমি সর্বহারা দুখের ভার আর কেউ নেবে না যখন আমি ছন্নছাড়া সেদিন কি তুই আসবি কাছে বাসবি ভালো,ফোঁটাবি সুখের শতদল? যেদিন আমি জীর্ণ, জড়ায় যখন আমি শুষ্ক,ক্ষরায় তুই কি ওরে!বৃষ্টি নামাবি? তীব্র ক্ষরায় ছায়া দিবি, পেতে তোর আঁচল? তুই জীবনের গান শোনাবি? জীর্ণতা মোর দূর ভাগাবি, মৃদুমন্দ নাচের তালে বাজাবি কি,তোর পায়েরই মল্‌? যেদিন আমি ভীষণ জেদী যখন আমি ক্রোধে গোঁয়ার যখন আমার রন্ধ্রে রন্ধ্রে শুধুই অন্ধ ক্রোধের জোঁয়ার তুই কি সেদিন বুঝবি আমায়? করবি ক্রোধের অগ্নিগিরি-কে শীতল? আমি যখন দৈন্যদশায় যখন আমি খুব অসহায় সবাই যখন আমায় ছুড়ে ফেলবে কোন আস্তাকুড়ে। তুই কি ওরে! আসবি ছুটে, জগতের সব বাধন টুটে। জড়াবি আমায় ভালোবাসায়? ডিঙিয়ে সকল লোকবল। যখন আমার শয্যা পাশে মৃত্যুদূত দাঁড়াবে এসে তুই কি ওরে পাশে থেকে সাহস দিবি,কান্না লুকিয়ে মৃদু হেসে? তুই কি ওরে প্রাণপণে পড়বি ঝাপিয়ে মৃত্যুর এই আচ্ছাদনে চাইবি বিকল করতে এই মৃত্যু নামক কল? ***একই সাথে চতুর্মাত্রিক এ প্রকাশিত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।