আমাদের কথা খুঁজে নিন

   

আংশিক উলংগ হলেন পুনম পান্ডে, কারওয়ানবাজারে আনন্দের হিল্লোল

লাইনে আসুন, নইলে........... বিনোদন মতিবেদক ভক্তদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন পুনম পান্ডে, বিশ্বকাপ ক্রিকেটে ভারত জিতলে উলংগ হবেন তিনি। কিন্তু নানা বাধার মুখে সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। কিন্তু আচমকা আজ সকালে তিনি টুইটার মারফত নিজের একটি উলংগ ছবি আপলোড করেন ভক্তদের জন্য। পুনম পান্ডে উলংগ হওয়ার সংবাদ কারওয়ান বাজার কার্যালয়ে পৌছালে সেখানে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। কারওয়ান বাজারের সর্দার মতিচুর রহমান ও উপসর্দার আমিষুল হক পরস্পরকে মিষ্টিমুখ করান।

কারওয়ান বাজারের অন্যান্য কর্মীরাও যে যার কম্পিউটারে বসে গভীর আগ্রহ উদ্দীপনার মধ্যে পুনম পান্ডের উলংগ ছবি অবলোকন করেন। কারওয়ানবাজারের উপসর্দার ও হিযবুত তাহরীরের ভাঁড়প্রাপ্ত আমীর মাওলানা আমিষুল হক বলেন, আজ আমার জীবনে একটি স্মরনীয় দিন। বাংলা একাডেমী পুরস্কার পেয়েও আমি এত আনন্দিত হইনি, যত আনন্দিত হয়েছি পুনম পান্ডের উলংগ ছবি দেখে। আমি জানতাম, ও কথা রাখবে। কথা দিয়ে কথা না রাখার মেয়ে সে নয়।

কারওয়ান বাজারের সর্দার মতিচুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলে একটি নারী কণ্ঠ বলেন, এই মুহুর্তে মতিচুর রহমানের সাথে সংযোগ দেয়া সম্ভব নয়। মতিচুর বেস্ত আছেন। ওদিকে এক তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে উপমহাদেশের ইসলামী আন্দোলনের অগ্র সেনানী ও ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা গৃহবন্দী মুফতি ফজলুল হক আমিনী পুনম পান্ডেকে মুরতাদ ঘোষনা করে বলেন, পিশাচিনী এবং এ যুগের অভিশাপ পুনম পান্ডে উলংগ হয়েছে। এর জন্য দায়ী প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তার আমলে পুনম পান্ডে, ভিনা মালিক সহ অনেকেই উলংগ হচ্ছে।

এভাবে চলতে পারে না। এর এক্টা স্থায়ী বিহীত করতে হবে। সূত্র: দৈনিক মতিকন্ঠ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।