আমাদের কথা খুঁজে নিন

   

পাবনার বুলি

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়। দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি। রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন। পাগলে ছাগল চেনে,মুই চিনি পাগল। গর্ব করে কই আমি পাবনার ছাওয়াল, ছিট আছে খালি।

পাবনার পাগল সুস্থ এখন, সিট পড়ে রয় খালি। সুস্থ করিবার সংকল্পে খুজিতে থাকি ব্লোগে ফোরামে বা সোসাল সাইটের পেজে। মুক্তমনার পরিচয় দিয়ে করে পোষ্ট আক্রমনাত্মক, কি ভাবিব মোরা সে জন মুক্তমনা। পরিত্যাগ করি আক্রমনাত্মক মন্তব্য কিংবা পোষ্ট,বজায় রাখি সুন্দরও পরিবেশ ব্লোগে,ফোরামে বা সোসাল সাইটগুলোতে। ফোরাম,ব্লোগ বা সোসাল সাইট হলো সেই জায়গা,যেখানে হয় আঁতলেমো,মত প্রাকাশের স্বাধীনতা কিংবা জ্ঞানের ছটা।

থাকবো না আমরা থাকবে আমাদের বুলি,প্রজন্মর পর প্রজন্ম দেখবে আমাদেরই বুলি। হাসবে তারা,কনসেপ্টগুলোকে করবে স্পষ্ট কিংবা বাড়াবে তাদের জ্ঞান। সার্থক হবে আমাদের এই সব পোষ্ট যদি হয় উপকৃত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.