আমাদের কথা খুঁজে নিন

   

পাবনার ৫২ কেন্দ্রে ভোট বাতিলের দাবি সাইয়িদের

বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা, ভোট কারচুপির অভিযোগ ও ভোটারদের উপস্থিতি কমের মধ্য দিয়ে পাবনায় দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। পাবনা-১ আসনের ১১৮টি কেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্রে ভোট বাতিল করে পুননির্বাচনেরর দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ।

আবু সাইয়িদ গতকাল আজ রবিবার বিকেল ৩টার দিকে সাথিয়ায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাই ও তার ছেলের সহায়তায় ক্যাডার বাহিনী বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যাপক ভোট ডাকাতি করেছে। পুলিশ প্রশাসনের সহায়তায় বিভিন্ন ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট নিয়ে একাই অনেক ভোট প্রদান করেছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে দু'টি কেন্দ্রে ভোট কারচুপি করার সময় পুলিশ বাধা দিয়ে ২ রাউন্ড ফাকা গুলি করে এবং ৯৮টি ব্যালট বাতিল করা হয়।

সাঁথিয়া উপজেলার সামান্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মারুফ বিল্লাহ জানান, রবিবার দুপুর দেড়টার দিকে কতিপয় লোকজন ভোটার সেজে কেন্দ্রে প্রবেশ করে কিছু ভোট কেড়ে নেয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে তাদের বের করে দেয়ার চষ্টো করা হলে তাদের সাথে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি করে।

অন্যদিকে সাঁথিয়ার শহীদনগর কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে রঞ্জন ও তার ব্যক্তিগত সহকারী দোলনের নেতৃত্বে পাঁচ শতাধিক ভোট কেড়ে নেওয়ার অভিযোগ করা হলেও বিষয়টি তারা অস্বীকার করেন। এদিকে বিশ্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধ্যাপক আবু সাইয়িদের এজেন্ট রতন হোসেন বলেন, আমাদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক সহকারী শফিকুল ইসলাম শফির নেতৃত্বে একদল সন্ত্রাসী কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার নিয়ে শামসুল হক টুকুর প্রতীক নৌকায় সিল মারে।

বিকেল ৩টার দিকে মিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে এক দল সন্ত্রাসী ব্যাপক ব্যালটে নৌকা প্রতীকে সিল মারে বলে অভিযোগ করেন আবু সাইয়িদ।

এদিকে সরেজমিনে সমাসনারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, মোট ভোট ৩ হাজার ৬৯৫ থাকলেও দুপুর ২টার দিকে ৩৩১ ভোট গ্রহণ ও বিকেল ৪টায় ১ হাজার ২৮০ ভোটগ্রহণ হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার আরশেদ আলী।

এছাড়া শহীদনগর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাখাওয়াত হোসেন জানান, এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৯৫৭ হলেও দুপুর ২টা পর্যন্ত ৫০ থেকে ৫৫টি ভোট কাস্ট হয়। পরে বিকেল ৪টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোট কাস্টিং ভোটের সংখ্যা ২৩৯টি ভোট।

উল্লেখ্য, পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক নিয়ে গঠিত পাবনা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তালা প্রতীক নিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।

তারা দুজনই রবিবার সকালে বেড়ার বৃশালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এ আসনে মোট ১১৮টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৮৬৪। এই কেন্দ্রে আসনে মোট প্রার্থীর সংখ্যা চারজন।

অন্যদিকে পাবনার চাটমোহর ভাঙ্গুরা ও ফরিদপুর নিয়ে গঠিত পাবনা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রার্থী না থাকায় এ আসনে ভোটাররা উপস্থিত না থাকলেও বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট প্রদান হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা সাহাতুল ইসলাম।



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.