আমাদের কথা খুঁজে নিন

   

ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম প্রতিযোগিতায় আমি মনোনীত!

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ "ডয়চে ভেলের ব্লগ প্রতিযোগিতায় মনোনীত আপনি" "সুখবর! আপনার ব্লগ / সামাজিক আন্দোলন / অভিনব উদ্যোগটি ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম পুরস্কার ‘দ্য বব্স ২০১৩’-র জন্য মনোনীত হয়েছে৷ এখন সেই মনোনয়নের ওপর ভোটাভুটি চলছে৷ ... আপনি নিশ্চয়ই জানেন, ২০০৪ সাল থেকে ডয়চে ভেলে এই পুরস্কার দিয়ে আসছে৷ চলতি বছর বাংলা ভাষাসহ মোট ১৪টি ভাষার প্রতিযোগীরা চূড়ান্ত লড়াইয়ে সামিল হচ্ছেন৷..." উল্লেখিত অংশটুকু গতকাল মেইলে পাওয়া। জার্মান মিডিয়া ডয়চে ভেলের এই অফিসিয়াল মেইল সূত্রে জানতে পারলাম, সেরা অনলাইন অ্যাক্টিভিজম পুরস্কার বা দি বব্স (Bobs) শীর্ষক যে আন্তর্জাতিক প্রতিযোগিতাটি হয়ে আসছে, এবার তাতে 'বেস্ট পারসন টু ফলো / সেরা অনুসরণযোগ্য ব্যক্তি (বাংলা) - ২০১৩' বিভাগে আমি চূড়ান্ত মনোনয়ন পেয়েছি! আগামী ৭মে পর্যন্ত অনলাইন ভোটিং হবে, এবং মনোনয়ন প্রাপ্ত শীর্ষ দশ জন থেকে ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচিত হবে। এটা সত্যিই একটা দারুণ ব্যাপার যে এখানে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। আমি এটাকে আমার অর্ধযুগের অনলাইন লেখালেখির একপ্রকার স্বীকৃতি মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি ডয়চে ভেলে ও বিচারকদেরকে।

তাছাড়া আরও যারা মনোনীত হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। প্রতিযোগিতার উদ্যোক্তা/বিচারকরা আমার টুইটার প্রোফাইলটিকে হাইলাইট করেছেন, বিশেষ গুরুত্ব আরোপ করেছেন আমার চলচ্চিত্র বিষয়ক লেখালেখির ওপর। তবে এটা উল্লেখ্য যে, টুইটার প্রোফাইলটি একাধারে আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক মুভি পেজ এবং বাংলা ব্লগ প্রতিটিকেই প্রতিনিধিত্ব করছে। মজার ব্যাপার হচ্ছে, আমার সঙ্গে মনোনীতদের মধ্যে আছেন মূলধারার জনপ্রিয় লেখক ড. জাফর ইকবাল! যদিও এটা একটা সম্মান/গর্বের বিষয়, তবুও কেমন যেন একটা অসম প্রতিযোগিতা অনুভব করছি! সম্প্রতি উনার ফেসবুক পেজ খোলা হয়েছে, যা উনাকে অনলাইনে রিপ্রেজেন্ট করছে। জাফর স্যার দীর্ঘ তিন দশক ধরে দেশের একজন অনুসরণীয় ব্যক্তিত্ব।

সেই ছোটবেলা থেকে আমি ওনার সাইন্স ফিকশন ও কিশোর ফিকশনগুলো ইনসুলিনের মতো গ্রহণ করেছি। যার কারণে ওনাকে এখানে 'প্রতিযোগী' হিসেবে পেয়ে ব্যাপক শরমিন্দা বোধ করছি! তবে অনেক আগে তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য যা বলে গেছেন তা স্মরণীয় মনে করি: "এসেছে নতুন শিশু; তাকে ছেড়ে দিতে হবে স্থান"! জাফর স্যারের তুলনায় আমি তো শিশুই বটে! এবার না হয় নতুন/ভিন্নধারার/তরুণদেরকে সুযোগ দেয়া হোক উঠে দাঁড়াবার! বিজয়ী হয় বা না হয়, এই মনোনয়ন নিঃসন্দেহে আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে, আত্ম-পর্যালোচনা করার সুযোগ দিবে এবং অবশ্যই নিজেকে নিত্য ভেঙে-চুরে নতুন করে এগোবার প্রেরণা যোগাবে। প্রিয় পাঠক-পাঠিকা, বন্ধু-বান্ধব-স্বজন, সহব্লগার-সহলেখক, শুভাকাঙ্ক্ষীবৃন্দ; আমার লেখা পড়ে যদি আপনার কখনও ভালো লেগে থাকে, যদি বিশ্বাস করেন আমি আরও উন্নতি করতে পারব, যদি ব্যক্তি হিসেবে আমাকে গ্রহণযোগ্য মনে হয়- তবে আপনার মূল্যবান ভোটটি আমাকে প্রদান করে কৃতজ্ঞ করে রাখতে পারেন! ভোট দেয়াটা খুবই সহজ। একজন তার ফেসবুক বা টুইটারে লগইন থাকা অবস্থায় এই লিংকে (Click This Link) ভিজিট করলে আমার প্রোফাইলের নিচের দিকে ভোট দেয়ার বাটনটি পাবেন। একটি অ্যাকাউন্ট থেকে ২৪ ঘণ্টায় এক বিভাগে শুধু একজনকে ভোট দিতে পারবেন।

ভোটিং ৭মে পর্যন্ত খোলা। সুহৃদয়, বিজয়ী হয় বা না হয় সেটা পরেরে কথা, এখন আপনার প্রদত্ত ভোটটি আমার প্রতি আপনার সমর্থন, ভালোবাসা, অনুপ্রেরণা হিসেবেই জানব। আগামীতেও আমার লেখালেখির মাধ্যমেই আপনার দেয়া স্বীকৃতির মূল্য বজায় রাখার আশা করি। সবাইকে আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম, ভালো থাকুন আজীবন, শুভ কামনা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.