আমাদের কথা খুঁজে নিন

   

ডয়চে ভেলে' আয়োজনে 'সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ২০১১' শুরু হয়েছে

নোটিশবোর্ড
প্রিয় ব্লগার, শুভেচ্ছা রইলো। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, ডয়চে ভেলে সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ২০১১ শুরু হয়েছে৷ আগামী ১১ই মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতায় ব্লগ জমা দেওয়া যাবে। বাংলা ভাষাসহ এই প্রতিযোগিতায় অংশ নেবে এগারোটি ভাষা। আর মাত্র চার দিন পরই শুরু হচ্ছে 'ডয়চে ভেলে'র আয়োজনে আন্তর্জাতিক ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা 'ববস' । আজই আপনার পছন্দের বাংলা ব্লগটি মনোনয়ন দেবার সুযোগ নিন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১১তম দেশ বাংলাদেশ এবং ১১তম ভাষা 'বাংলা'কে আরও বড় পরিসরে তুলে আনুন। সর্বপ্রথম সেই ২০০৫ সালের ১৫ই ডিসেম্বরে বাংলা কমিউনিটি ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ এর যে যাত্রা শুরু হয়েছিল তা আজ বিশ্বময় বিস্তৃত। গৌরবময় ইতিহাস বিজড়িত আমাদের মাতৃভাষা 'বাংলা'র ব্যাপক চর্চা আর বিশ্বময় বহুল পরিচিতির লক্ষে বাংলা ব্লগারদের ভুমিকা আজ প্রশ্নাতীত। আনন্দের কথা, মাতৃভাষার প্রতি এই ভালবাসা, মমতায় আজ একের পর এক বাংলা ব্লগ গড়ে উঠছে এবং এর ফলে বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষিদের 'বাংলা' চর্চার ক্ষেত্র বাড়ছে দ্রুত। আপনারা জানেন, বিশ্বজুড়ে খ্যাতিমান রেডিও, জার্মানির 'ডয়চে ভেলে' গত কয়েক বছর ধরে একটি আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

গত বছর এই প্রতিযোগিতায় অন্তর্ভূক্ত হয় 'বাংলা ব্লগ' ডয়চে ভেলে'র বাংলা বিভাগে কর্মরত হাতেগোনা কয়েকজনের আন্তরিক প্রচেষ্টায়। এই আয়োজনটিতে অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের ভাষা, সংষ্কৃতি ও কৃষ্টি তুলে ধরার সুযোগ পায়। এবার দ্বিতীয়বারের মত 'এই প্রতিযোগিতায় 'বাংলা ব্লগ' আপনাদের পছন্দের মনোনয়নের অপেক্ষায়। মনোনয়ন দিন এখানে.... http://thebobs.com শুভ ব্লগিং সামহোয়্যার ইন ব্লগটিম।
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.