আমাদের কথা খুঁজে নিন

   

ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের।

www.choturmatrik.com/blogs/আকাশ-অম্বর

প্রাচীন ইতিহাস, দর্শন, মরমীবাদ, অনুবাদ সাহিত্য, বাংলার ইতিহাস ও ঐতিহ্য, ধর্ম, চিত্রকলা, গল্প-সাহিত্য – এইসমস্ত বিবিধ উপাদানসমৃদ্ধ একটি পরিশীলিত বাংলা ব্লগ। ইমন জুবায়েরের ব্লগ। জ্ঞানপিয়াসী ব্লগার-মানুষদের হোলিগ্রেইল। তীর্থস্থান। মনিটরে চোখ রেখে যে কেউ ঘুরে আসতে পারে ভ্যানগগ, ফ্রেডেরিক বাজিল থেকে সুমের, গ্রিক উপকথা থেকে আল ফারাবি, কিংবা জালারুদ্দিন রুমি থেকে কাব্বালাহ সুফী মরমীবাদ।

এমনকি সঙ্গীতের নানাবিধ রাগ-রাগিনীর স্পর্শে আবেশে মূর্ত আবেগ অনুভূতিগুলো হয়ে উঠতে পারে বিমূর্ত। বাংলা ব্লগ নিঃসন্দেহে এই প্রগতিশীল আধুনিক যুগে একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। আমরা ঠিক কীভাবে এই প্লাটফর্ম ব্যবহার করেছি, করছি, কিংবা করবো এটা সময় বলেছে, বলছে, এবং বলবে। নিত্য নৈমিত্তিক ঘটনাপ্রবাহ, ডায়েরী-আলাপ, রাজনীতি, শিল্প-সাহিত্যের চর্চা, সামাজিকতা বৃদ্ধি ইত্যাদি ছাড়াও বিশুদ্ধ জ্ঞানচর্চার ছায়াপুষ্ট জীবন-দর্শনগুলো আঁকড়ে ধরার, সযত্নে লালন করার প্রচেষ্টার কমতি নেই ব্লগারদের মাঝে। আধুনিক এই যান্ত্রিক সভ্যতায় একদণ্ড থেমে ভাবার মতন অবকাশ, প্রখর রোদের মাঝে এক চিলতে ছায়া খোঁজার, জ্ঞান ও প্রজ্ঞার তৈরীকৃত খোলসের মাধ্যমে, সাহিত্য-বর্মের সাহায্যে উপেক্ষিত যাপিত জীবনের যাবতীয় কায়-ক্লেশের তীক্ষ্ণ নির্যাতন খোঁচাখুঁচি থেকে বাঁচার জায়গা, ক্ষণিকের তরে শান্ত হওয়ার জায়গা, অন্য কোথাও হারানোর তেপান্তর।

গত দুইবছর ধরে ইমন জুবায়ের এই ব্লগীয় প্রেক্ষাপটে শ্রম দিয়েছেন। বিমূর্ত জ্ঞানগুলো বাংলা ব্লগের ডিজিটাল ছাঁচে তুলে এনেছেন, এবং আনছেন। তাঁর এই প্রচেষ্টার যথোপযুক্ত মূল্যায়ন বোধকরি কষ্টসাপেক্ষ, এবং কোন কোন ক্ষেত্রে অসম্ভব। তবুও ক্ষেত্রবিশেষে কিছু কিছু মুহূর্ত এবং স্বীকৃতি হয়তো এই অর্থহীন (!) জীবনে এনে দিতে পারে কিছু অর্থপূর্ণ আনন্দ। দ্য ববস ডয়চে ভেলে ব্লগ প্রতিযোগিতায় বাংলা ভাষার ব্লগ হিসেবে সেরা দশ জনের মধ্যে তাই স্বভাবিকভাবেই রয়েছেন ইমন জুবায়ের ।

সামহোয়ারইন ব্লগ হতে মনোনিত একমাত্র ব্লগার তিনি। যথার্থভাবেই তাই তাঁকে বলা হচ্ছে writer, songwriter and versatile blogger. This blog examines many issues including history, science, societal topics. দশ জনের মধ্যে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হবে সেরা বাংলা ব্লগ। ভোট গ্রহন শেষ হবে এপ্রিলের ১১ তারিখ। ফেসবুক/টুইটারের সহায়তায় সেরা বাংলা ব্লগ নির্বাচনের জন্য ভোট দেয়া যাবে। এই ভোট শুধু একবার নয়, ২৪ঘন্টা পরপর দেয়া যাবে।

ইমন জুবায়েরকে ভোট দেয়ার ওয়েবপেজটির ঠিকানা http://thebobs.dw-world.de/en/nominations/?cat=14 শুভকামনা, সবাইকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.