আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক হত্যার প্রতিবাদে আজ সাংবাদিক সমাবেশ

সংবিধান-ই নাগরিকের শক্তি সাংবাদিক দম্পতি সাগর-রুনীর হত্যাকারীদের গ্রেফতারসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সকাল ১১টা জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। নৃশংসভাবে হত্যাকা-ের এ ঘটনায় সরকারের সর্বোচ্চ মহল থেকে খুনিদের ধরারর্ িনর্দেশ দিলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার প্রতিবাদে ঢাকা ছাড়াও সারাদেশে একযোগে স্থানীয় সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিকদের সব সংগঠন এ ধরনের কর্মসূচি পালন করবে। ইতোমধ্যে গত ১৮ ফেব্রুয়ারি শনিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সব সংগঠন এক সভায় এ সিদ্ধান্ত নেন। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের যৌথ সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেন। আজকের এ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন, বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ ও আবদুল জলিল ভুইয়া, ডিইউজে সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লারের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পদক সাজ্জাদ আলম খান তপু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.