আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক দম্পতি খুন হয়ে কি সাংবাদিক গোষ্ঠীর পাপের প্রায়শ্চিত্ত করলেন?

দুনিয়াটা মস্ত বড়.... সাংবাদিক দম্পতি খুন হয়ে কি সাংবাদিক গোষ্ঠীর পাপের প্রায়শ্চিত্ত করলেন? আমার এ মন্তব্যের সাথে হয়তো অনেকেই একমত হবেন না। এখনই অনেকেই হয়তো গালাগালি শুরু করে দিয়েছেন। মিডিয়া বর্তমান যুগের একটা বড় অস্ত্র। এই মিডিয়ার জোরেই খুব সহজেই সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয়া যায়। আমি মনে করি, যদি বেশিরভাগ মিডিয়াকর্মীরা দেশের পক্ষে সাধারধণ জনগণের পক্ষে সকল প্রকার ভয়-ভীতি এবং রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে নিউজ করতো তবে দেশের এতোটা বেহাল দশা হতোনা। একবার ভেবে দেখুন তো: ১. এই সাংবাদিকদের কত শতাংশ ফেলানীকে নিয়ে রিপোর্ট করেছে? ২. এতো এতো ধর্মঘট করেন, মানব বন্ধন হয়-ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করার ধর্মঘট, মানব বন্ধন করতে পারেন না তারা, যতক্ষণ না ভারতে আমাদের চ্যানেল দেখার অনুমতি দেয়া হয়? ৩. পোশাক পরিচ্ছদে যে ভয়াভহ পাশ্চাত্যমুখী পরিবর্তন আমাদের সমাজকে বড় নোংরামীর মাঝে নিমজ্জিত করছে সে সম্পর্কে কি তারা সচেতন না? আমাদের দেশীয় পোশাক সংস্কৃতি কি ভাল না? কেন অন্যের নোংরামীটা গ্রহণ করবো? কতজন এ বিষয়ে নিউজ করেছেন? ৪. তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণকে যতটুকু সম্ভব দেশীয় পণ্য ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করতে কি তারা পারে না? নিউজ করা যায় না? ৫. দেশব্যাপী যে খুন, রাহাজানী এবং গুপ্তহত্যা চলছে তা কি তাদের রিপোর্টে খুব একটা বুঝা যাচ্ছে? ন্যায় ও সত্যের পক্ষে থেকে নিরপেক্ষ এবং অরাজনৈতিক রিপোর্ট কতজন করছেন? ৬. কেন রাবি ক্যাম্পাসে খুনের ঘটনাটি বর্বরতা শিরোনামে হয় এবং সাহারাকে চিরুনী অভিযান চালানোর জন্য খুব উৎসাহ দেয়া হয়? কারণ- রাজনৈতিক মতাদর্শ!!! আর চবি ক্যাম্পাসের ঘটনাটি দুর্ঘটনা!??? কেন সেইভাবেই রিপোর্টগুলো/নিউজগুলো করা হলোনা যেভাবে রাবির ঘটনায় করা হয়েছিল? দোষটা কোথায়? ৭. বিরোধী দলগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে-এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এ অধিকার বিরোধী দলকে প্রদানের জন্য মিডিয়ার ভূমিকা অনেক বেশি। কিন্তু মিডিয়া কর্মীরা কি তা করছে??? +++++ আরো কতোকিছু ঘটে যায়!!! হয়তো তারা দেখেও না দেখার ভান করেন!!! সাগর-রুনি সম্পর্কে তেমন কিছুই জানি না। তবে, দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে যথাযোগ্য মর্যাদায় রাখেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.