আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকার ভাই

টিভিতে হা- হা- কার ভাই দেখলাম। থুক্কু হ্যাকার ভাই। তবে কথা শুনে মনে হলো- ফোঁস ফাঁস করতে পারে এমন গোখরা তবে বিষ দাঁত ভাঙ্গা। যাই হোক, কোড রেড ভাই মুখোশ পরে বেশী আকর্ষণ ধরাইছেন। এটিএন নিউজ কে অনেক মূল্যবান তথ্য দিয়েছেন।

হাজার হাজার হ্যাকার ভাই আছেন তার মতে। মুন্নী সাহা কে হ্যাকিং এর মন্ত্র শিখে দিয়েছেন। মুন্নী দিদিও কি নাম লেখাবেন? লম্বা কথা। আমি অনেকটা বুঝিও না। দেখেন।

হ্যাকার কোড রেড ভাইয়ের ছবি দেখেন। হা হা কার ভাইয়েরা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম থেকে টাকা চুরি করে নাকি অসহায় ও দুঃস্থদের জন্য ব্যয় করে। আর উনারা অনেক প্যাট্র্যিয়ট। দেশি হ্যাকার কখনই দেশি সাইট হ্যাক করেন না। তবে দেশের তরে বিদেশীদের সাইট হ্যাক করে বলে কোড রেড ভাই জানালেন।

কাল সকাল ১০টা ১৫মিঃ এটিএন নিউজ এ নিউজ আওয়ার এক্সট্রা পুনঃপ্রচার হতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.