আমাদের কথা খুঁজে নিন

   

একজন বোম হ্যাকারের সাক্ষ্যাতকার।

ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। প্রতিভাবান একজন হ্যাকার "utlob taN"। এই কথোপকথনে বেরিয়ে এসেছে উনার জীবনের নানান রোমাঞ্চকর তথ্য। প্রশ্ন : আপনার মূল্যবান কিছু সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। কেমন আছেন? utlob : আপনাকেও ধন্যবাদ।

ভাল আছি। প্রশ্ন: আপনার হ্যাকিঙের শুরুটা কখন থেকে? utlob: তা প্রায় ৩-৪ বছর তো হবেই। প্রশ্ন: শুরুটা কেমনে সেটা যদি বলতেন? utlob: আসলে সাইবার ক্যাফে বেবসা শুরু করার পর থেকেই বলতে পারেন। প্রশ্ন: অসাধারণ। আপনার এমন বোম হ্যাকার হয়ে উটার পেছনে কার অবদান সবচেয়ে বেসি? কিংবা মূল রহস্যটা কি? boltu: সেই সফটওয়্যার যেটা আমার সাইবার ক্যাফের সব পিসি তে ইন্সটল করা আছে।

প্রশ্ন: বলেন কি? তা এই সফটওয়্যারের কাজটা কি? boltu: ক্যাফেতে আসা সব কাস্টমারদের আইডি পাসওয়ার্ড সেভ করে রাখা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.