আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালীর কোন দায়িত্ব নাই

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) ঘটনাটা ৬ই জানুয়ারির। দিনটি ছিলো শুক্রবার।

এর আগে গ্রামে ১৭ দিন বেড়িয়ে ঢাকায় ফিরে সাত দিন থেকে আবার গ্রামে যাচ্ছিলাম মামায় বিয়ে উপলক্ষে। আব্বা গুলিস্থানে এসে আমাকে আর আম্মাকে বিআরটিসিতে তুলে দিলেন মাওয়ার উদ্দ্যেশে। শুক্রবার থাকায় ভালই ভীড় ছিলো। বাসস্ট্যান্ড থেকেই বাস পুরো ভরে গেলো। গুলিস্থান থেকে বাবুবাজার ব্রিজে এসে এক স্টপেজে থেমে আবার ইচ্ছে মতন যাত্রী তুললো।

এবার সব দাড়িয়ে। দম বন্ধ হবার যোগার কিন্তু ড্রাইভার-হেল্পার কারো কোন বিকার নেই। ডেকে ডেকে তুলছে। অবস্থা চরমে পৌছলে যাত্রীদের চেঁচামেচিতে পরে দরজা লক করে। এবার কিছুদূর যাওয়ার পর শুরু হলো দাড়িয়ে নেওয়া যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করা।

কিন্তু হেল্পার ছেলেটা যাবে কিভাবে! নড়ার কায়দা নেই এর মাঝ দিয়ে ভাড়াডা দিয়েন ভাই ভাড়াডা দিয়েন... কিছু কিছু যাত্রী গেলেন ক্ষেপে। সব জায়গায়-ই দেখা যায় দুই পক্ষ। এখানে দুই পক্ষ হয়ে গেলো। এক যাত্রী ক্ষেপে গিয়ে বললেন কই যাবি তুই, ভিতরে যাইতে পারবিনা, চাপার যায়গা নাই। আরেক যাত্রী বললেন, ও কি করবে, এইটাত ওর দায়িত্ব, ভাড়া ত নিতে হবে ওর।

প্রথম জন খুব ঝাঁজের সংগে বললেন, কিসের দায়িত্ব, বাঙ্গালীর আবার কোন দায়িত্ব আছে নাকি, বাঙ্গালীর কোন দায়িত্ব নাই মনে মনে বলাম ভদ্রলোকত চরম একটা কথা বললেন। এখনও কানে বাজে বাঙ্গালীর কোন দায়িত্ব নাই আমার মনে হয়েছে দুঃখ জনক চরম সত্য একটা কথা...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।