আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালীর ঘরে ঘরে আজ ভোট উৎসব



আজ ভোট দিবস। বাঙ্গালীর ঘরে ঘরে আজ আনন্দের বন্যা বহিয়া যাইতেছে,, শহরে শহরে, গ্রামে গ্রামে তরুন, তরুনীরা ভোটের আনন্দে আনন্দ মিছিল করিয়া চেতনার রঙ মাখামাখি খেলিতেছে, মিছিলের মাঝে আদর্শের বিরিয়ানী, শিরনী ইত্যাদি বিলি হইতেছে। তরুনীরা আহলাদের বসে মাথার চুল ছিড়িয়া নির্বাচিত এমপিদের পদ মুন্ছন করিতেছে। পুরা জাতি আজ সরকারের প্রতি কৃতজ্ঞপাশে আবদ্ধ হইয়া শরবিদ্ধ পাখির ন্যায় আকুলি-বিকুলি করিতেছে......

আমাদের সরকারী দলের এমপিরা অত্যান্ত কৌশলের সহিত ও বিচক্ষনতার পরিচয় দিয়া ১৫৩ সীটে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হইয়া বিশাল ব্যাবধানের যে হিমালয়পাহাড় গড়িয়াছিল তাহা অতিক্রম করা বিএনএফ কেন তাহাদের আব্বা নির্বাচন কমিশনেরও ক্ষমতা ছিল না। পরবর্তিতে আমাদের প্রার্থীরা বিরোধী দলের বিশ্বসেরা প্রার্থীদের একের পর এক বধ করিয়া যে উল্লাশ করিয়াছে, যে নাচন কোঁদন দেখাইয়াছে তাহা টেলিভিশন জগতে অম্লান হয়ে থাকবে।


হ্যাঁ, সরকারী দলের বিজয় বাংলাদেশের ঘরে আসিয়াছে। ঘরে তো ঘরে, একেবারে পাতাল ঘরে লোহার সিন্দুকের মধ্যে অতি নিরাপদে রহিয়াছে। কোন দল ইচ্ছা করিলেই আর উহা ছিনাইয়া লইতে পারিবে না। আমাদের র‍্যাব, পুলিশ ও যৌথ বাহিনীর ভায়েরা পালা করিয়া সার্বক্ষনিক পাহারা পাড়িতেছে। আজিকে যে কসরত করিয়া, সমস্থ মেধা ও শক্তি জলাঞ্জলি দিয়া, পায়ের ঘাম মাথায় ফেলিয়া, নির্বাচন দুনিয়ার পরাশক্তি বিএনএফকে হারাইয়া আমাদের চেতনার সৈনিকরা যে বিজয় ছিনাইয়া আনিয়াছে তাহা ইতিহাসের ভূজ্জপত্রে শ্বেত স্বর্নের অক্ষরে লেখা থাকিবে তাহাতে কুনৈ সন্দেহ নায়।




মনসওদাগর ভাইকে ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।