আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালীর বাঙ্গালীয়ানা

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



সামনে এগিয়ে যাওয়াকে আমি কখনই টেনে থামাতে চাইনা। ভাষা তার আপন গতিতে চলতে থাকবে। নইলে বাংলাদেশী বাংলা আর কলকাতার বাংলা ভিন্ন হত না। ইংল্যান্ডের ইংরেজী আর আমেরিকার ইংরেজীও একই হতো। ঢাকায় এসে একটু ধাক্কা খেলাম।

নতুন নতুন প্রচুর টিভি চ্যানেল চালু হয়েছে। আর কিছু রেডিও চ্যানেলও হয়েছে। সবজায়গাতেই একদল উপস্থাপিকা এবং উপস্থাপক দেখলাম মুখ বাঁকা করে ব্যাংলিশ বলছে। "আপনাড়া শুনছেন ড়েডিও ফুড়তি" খালাতো ভাইয়ের বিয়ে শাদী, ছোট ভাইগুলোর বড় হয়ে ওঠার ফলে নতুন জেনারেশনের অনেককে লক্ষ্য করলাম। ভাষার সেই একই পরিবর্তন লক্ষ্য করলাম।

বাইরের দেশে বড় হওয়া কাজিনদের মতো করে বাংলা বলার একটা অদৃশ্য প্রতিযোগীতা। "কোথায় যাইতেসো, কি খাইতেসো কিসুইতো বললা না" আরেকটা জিনিস লক্ষ্য করলাম। গায়ের রং ময়লা হবার কারনে উঠতি বয়সি ছেলেমেয়েরা আফ্রিকান আমেরিকানদের সাথে নিজেদের মিলিয়ে ফেলছে। ওদের অনুকরনে গান-নাচ আর জামাকাপড়ের স্টাইল বেছে নিচ্ছে। সমাজ এগিয়ে যাবেই।

গ্লোবালাইজেশনের যুগে আসলে সবকিছু আগলে বসে থাকাটা বোকামী। তবু মনে খুব ভয় হয় - বাঙ্গালীয়ানা কোথায় গিয়ে দাঁড়াবে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।