আমাদের কথা খুঁজে নিন

   

অবুঝ মেঘ

অভাগা যেদিকে চায়...! তোমার চলে যাওয়ার শব্দ গুলো, দ্যোতনা হয়ে বাজে, অবিরত আবেগে, এখনো, নুপুরের কিংকন ধবনি বালুচুরি শাঁখার মুড়মুড়ে আওয়াজ আর আচঁলের নিচে, সুচাঁলো দেহবল্লরির দুলুনি বুকে কাঁপন ধরায় এখনো। আস্থির মন ছুটে চলে অবুঝ মেঘের মত, 'যেন তুমি হাঁটছ প্রান্তরে আর আমি আকাশে মেঘের আড়ালে', দু'টি হৃদয়ের সমান্তরাল চলা যোজন যোজন দূরে, দিগন্তে আশার আলো নেই 'ভালবাসি' -এ কথা বলার ভাষা নেই, দুর্বিনিত অজানার পথে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।