আমাদের কথা খুঁজে নিন

   

অবুঝ মন............

নিজেকেই খুজে ফিরি বারবার । আমি কারও সাথে প্রতিযোগিতা করি না সকল প্রতিযোগিতা আমার নিজের সাথেই । “স্বাধীনতা” বেধে রাখা যায় না আমার এই মন টারে মাঝে মাঝে চায় যা দিই তারে কি করে ? বলি যত তারে আমি ভালবাসা ভাল না শুনে থাকে চুপ করে পরে করে ছলনা । একা একা থাকে ভাল কিছু মোরে বলে না মাঝে মাঝে ঝর তুলে আর যে চলে না । বোঝানো যে দায় অবুঝ এই মনটারে হাজার বার বুঝালেও মাঝে মাঝে ফাল পারে । কত কথায় ভাবে মন অকারন অযথায় দিশেহারা হই আমি কুল কিনারা না পায় । বলি তাই করে হাতজোর শান্ত হয়ে থাক ভালোয় যাচ্ছে জীবন আমার যাচ্ছে যেমন যাক । -আলম সাধু (০২/০৮/২০১০) ভালো লাগলে একটা হাসি দিয়েন......তাহলেই কবিতা সার্থক......কি দিছেন????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।