আমাদের কথা খুঁজে নিন

   

অবুঝ মন

আমি সপ্ন দেখতে ভালবাসি

এই পুচকা মেয়ে কি খবর তোমার এত ফাজিল কেন তুমি এই বান্দর মেয়ে এত দুষ্টামি কেন কর এই ফাইজলামি,দুষ্টামি,বাঁদরামি এভাবেই কেটে যাচ্ছিল সময় হঠাৎ কি যেন হয়ে গেল বুঝলাম এটা ঠিক হচ্ছে না সেই থেকে তুমি ছবি হয়ে অন্তর হৃদয়ে জ্বল জ্বল করে জ্বলছ। সত চেষ্টায় সেই জ্বলা নিভে না যত চেষ্টা করি নিভাতে তত আরও উজ্জল হয়ে জ্বলে। ঐ মহামহিমের কাছে মিনতি করি। ঐ কচি মুখখানার মাঝে ডাগর ডাগর ঐ চোখদুটো এখনও আমার প্রতি অভিমান করে। ঐ হাসিটা এখনও আমাকে কাঁদায় কী অদৃশ্য শক্তি তোমার হাসিতে আচ্ছা মাঝে মাঝে জানতে ইচ্ছে করে ক বিতার পাতায় লিখে আর কি হবে এই কচিমুখ তোমার কি কোন কাজ নেই, মনটা প্রশান্তিতে ছেয়ে যেত যখন, তুমি আসতে আমার সামনে, এত ভালো লাগত এত আনন্দ ছিল, কিভাবে কেটে গেল বছরটি। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।