আমাদের কথা খুঁজে নিন

   

অবুঝ মন, মন পবন

অবুঝ মন, মন পবন, মনের ভিতর রং বেরং, উদাস ভোরে মাতাল ঘোর, মন জানালায় স্বপ্নচোর। । অবুঝ মন, মন পবন, কোন অজানায় স্বপ্নদোল, নীল নয়নের নীলান্জনা, মন স্বপনের আরাধনা। । অবুঝ মন, মন পবন, মন জানালায় শিহরন, ছোট ছোট স্বপ্ন আঁকা, দুই জীবনের লেখাজোখা।

। অবুঝ মন, মন পবন, তোমার আমার স্বপ্নরং, দুই মহুয়ার ফিসফাস, তোমার আমার জীবন শ্বাস। । অবুঝ মন, মন পবন, মন যে আর নেই এখন, ছোট ছোট খুটখাট, মন হয়ে যায় মেঘাকাশ। ।

অবুঝ মন, মন পবন, দুর অজানার বিবর্ণ রং, মন ময়ুরের নির্ঘুম রাত, দুই জীবনের কাল প্রভাত। । শোন বলি ভাই অবুঝ মন, আর করিওনা কালক্ষেপন, মন হলো এক অমূল্য ধন, বাঁধিও তারে সযতন। । অবুঝ মন, মন পবন, কোথায় কর কালক্ষেপন... .. . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।