আমাদের কথা খুঁজে নিন

   

অর্থ মন্ত্রী গেল কই!

বারব্যারিয়ান - প্রাচীন কালের কোন একটি সুসভ্য জাতীর (রোমান, গ্রীক, খ্রীষ্টান) বাইরের কোন গোষ্ঠীর সদস্য। শেয়ার বাজারে যখন পতন শুরু হলো, আমাদের মাননীয় অর্থমন্ত্রীর মধুর সব বানী নিয়মিত শোনা যেত। একেকটা নতুন বানী শুনে নতুন উদ্যমে আবার পতন শুরু হতো। এই পতনের জন্য যে সাধারন বিনিয়োগকারীদের ফটকাবাজি দায়ী, এই কথা তিনি নিষ্ঠার সাথে সবাইকে বুঝিয়ে দিতেন। এখন শেয়ার বাজার প্রায় তার তলানীতে এসে ঠেকেছে। তারপরেও বিরাম নেই পতনের। কিন্তু আমাদের অর্থমন্ত্রীর বানী আর বহুদিন শোনা যায় না। হয়ত তিনি ক্লান্ত হয়ে থেমে পড়েছেন। এইবার কি তাহলে আশা করা যায় বাজারও পতনে ক্লান্ত হয়ে আবার উঠতে শুরু করবে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।