আমাদের কথা খুঁজে নিন

   

অর্থ

আলো খুঁজছি আলো, পেয়ে যাই যদি ভালো। চাই সত্যের আলো, হোক তা যত কালো। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে লিখতে সে ভুলে লিখেছে ইস্কুলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে। বলুন পাঠক কহুন পাঠিকা কি নকল করল সে কবি নজরুল থিকা! আমি নার মধ্যে থামি আমিনার মধ্যে থামি না আমি অর্থও শুদ্ধ আমি না কি এই নায়ের অর্থ যদি অন্তর্যামী না! না বলেই হ্যাঁ বলি কোলে থাকি নামি না। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে আমি না। --- সলিমুল্লাহ খয়ান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।