আমাদের কথা খুঁজে নিন

   

অনেক খুঁজেছি তোমায়

স্বপ্নের বেড়াজালে আবদ্ধ এক যুবকের হৃদয়, চোখে-মুখে উচ্ছোসিত উন্মাদনা, তথাকথিত বাস্তবতার অন্তরালে সুখ-দুঃখের ব্যবচ্ছেদ করা এই হৃদয়ের কাজ নয়। স্নায়ুতন্ত্রে কিছু সৃষ্টিশীল নিউরো-কানেকশান ঘটানোর চেষ্টা যেন চলছে অবিরত। ভেবে দেখো, কতো দূরে যে হারালো আবছা মেঘের কোণে, খুঁজে দেখো, পাও কিনা তারে তুমি যে লুকিয়ে আছে তা জানি। দূর দেশ থেকে বেদুঈন হয়ে ফিরেছি একাই বারে বারে, পাইনি তারে, সুখ নাকি মরীচিকা যে ধরা দেয় আমারে? অনেক খুঁজেছি তোমায়, খুঁজতে গিয়ে তবেই জেনেছি। ঈষৎ চেনা কিংবা অচেনা কোন গাঁয়ের পথে একেঁবেকেঁ হাটা, কানামাছি খেলা, ভেজা বৃষ্টিতে, কাদা করা জলে, কি আনন্দ তা বুঝিনি কখনো। তোমাকে খুঁজেছি, খুঁজতে গিয়ে তবেই জেনেছি। ভেবে দেখেছি, তোমাকে পাওয়ার চেয়ে না পাওয়ার কি আনন্দ। অনেক খুঁজেছি, খুঁজতে গিয়ে তবেই জেনেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.