আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের সফল স্যাটেলাইট উৎক্ষেপণ

বল, আমি তো তোমাদের মত একজন মানুষই, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। -১৮:১১০ রয়টার্স ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও কারিগরি সক্ষমতায় তৈরি ‘নাভিদ-ই ইলম-ও সানাত’ নামে একটি স্যাটেলাইট সফলভাবে উেক্ষপণ করেছে। সূত্র : প্রেসটিভি অনলাইন। প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের এক আদেশে গতকাল কক্ষপথে স্যাটেলাইটটি উেক্ষপণ করা হয়। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্যাটেলাইটটি তৈরি করে।

৫০ কেজি ওজনের এই স্যাটেলাইটটি ভূপৃষ্ঠের ২৫০ থেকে ৩৭৫ কিলোমিটার ওপর থেকে ছবি তুলতে সক্ষম। এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আরও জানান, ‘জাফর’ নামে আরও একটি স্যাটেলাইট তৈরির কাজ চলছে। স্যাটেলাইটটির নকশা চূড়ান্ত এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। ক’মাসের মধ্যে তা উেক্ষপণ করা হবে। প্রসঙ্গত, ইরান ২০০৯ সালে প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ওমিদ’ নামের একটি স্যাটেলাইট উেক্ষপণ করে।

দেশটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের ‘কমিটি অন দ্য পিসফুল ইউজেস অব আউটার স্পেস’-এর সদস্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.